নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন,কি ভাবে ঘরোয়া উপায়ে মশা তাড়াবেন ?

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮


গরম পড়তেই বেড়ে যায় আমাদের চার পাশে অরবরত মশার উপদ্রব। আর আমাদের অনেকেরি মশারি টাঙানোরও অভ্যেস নেই। কয়েল, রেপেলেন্টে কাজের থেকে ক্ষতিই করে বেশি।আর এই বিপদ থেকে বাঁচতে মশা তাড়ানোর ঘরোয়া টোটকাই ভরসা। খরচ কম। সহজসাধ্য।
পরিষ্কার সাদা একটু কাপড়ে একটু কর্পুর নিতে হবে। শক্ত করে বাঁধতে হবে। একটা ছড়ানো থালায় পানি নিয়ে ওই পুটলিটা ডুবিয়ে দিতে হবে। যাতে কর্পুর একটুখানি জলে ডুবে থাকে। ঘরের চার কোণে এমন চারটে থালা রেখে দিতে হবে।পাতলা সাদা ধুতির কাপড়ে একটু শুকনো নিমপাতা নিতে হবে। একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিতে হবে। খোসা ছাড়ানো ২-৩ কোয়া রসুন বেঁটে নিতে হবে। একসঙ্গে পুটুলি করে ঘরের চারকোণে চারটি পুটুলি ঝুলিয়ে দিতে হবে।এর পর একটু সময় দিলেই দেখবেন ঘরের সবব মশা উধাও।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে আসলে চেষ্টা করব।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৩

নাইম রাজ বলেছেন: ঠিক আছে ।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

ফারজানা সিদ্দিকী নম্রতা বলেছেন: উপকারী পোস্ট :D

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৪

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ।কারো উপকারে আসলে পোস্টের সার্থক।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

মোস্তফা সোহেল বলেছেন: এত কষ্ট করে মনে হয় কেউ মশা তাড়াবে না। তারপরেও ধন্যবাদ শেয়ার করার জন্য।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৬

নাইম রাজ বলেছেন: সবসময় আমাদের একটা জিনিস লক্ষ রাখতে হবে,সেটা হলো ভালো কিছু করতে চাইলে কষ্ট একটু করতেই হবে।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ধ্রুবক আলো বলেছেন: বুদ্ধির জন্য ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৭

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ কবি।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: তেলাপোকা তাড়ানোর কোন উপায় আছে?

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৭

নাইম রাজ বলেছেন: আছে ওটা পরে দিমুনি।

৬| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

নতুন বিচারক বলেছেন: ভালো কথা।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.