![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ ভালো তাই কোন প্রকার বেইমানি করে তিনি বাংলাদেশকে তিস্তার পানি দিতে পারবেননা। পশ্চিমবঙ্গের এক জনসভায় মমতা এ মন্তব্য প্রকাশ করেন। তিস্তার পানিবণ্টনের বিষয়ে কথা বলার সময় অতীতের বর্ণনা দিতে গিয়ে মমতা বলেছেন ভারতে ৪০টি পোর্ট বন্দর। আর বাংলায় কী আছে ? দুটি বন্দর ছিল। কলকাতা বন্দর আর হলদিয়া বন্দর। ফারাক্কা শুকিয়ে গেছে। ফারাক্কা যখন বাংলাদেশকে পানি দিল বলল ৭০০ কোটি টাকা দেবে তাও আজ থেকে প্রায়২৫ বছর আগে। পানি টাকা তো দিলই না কত গ্রাম পানিতে তলিয়ে গেল। বাংলা শুকিয়ে গেল। তাও বাংলাদেশকে আমরা ভালোবাসি বলে মেনে নিয়েছিলাম।
তিনি বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে চান না।তিস্তার পানি নিয়ে কথা হলে মমতা বলেন,আমি বাংলাদেশকে পানি দিতে চাই আমি ভালোবাসি বাংলাদেশকে। তবে যেখানে পানি আছে সেখান থেকেই দেব। আর যেখানে পানি নেই সেখান থেকে কী করে দেব ?
মমতা ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের উদ্ধেশ্য করে বলেন, দেখা যাচ্ছে আজকাল আমাদের গজলডোবার ওপরেও অনেকের নজর আছে । চার বছর ধরে এই গজলডোবা করেছি। তিন হাজার কোটি টাকার প্রকল্প। এই গজলডোবাই যদি তোমায় দিয়ে দেই সব কাজ যদি বন্ধ হয়ে যায় শিলিগুড়ি পানি পাবে না দার্জিলিং পানি পাবে না জলপাইগুড়ি পানি পাবে না খেতে পাবে না কোন চাষও হবে না। নজর রাখতে হবে। আমি তো দেব না বলিনি। তবে সেটা আমরা ঠিক করব কোথায় দেব। যেটা আমার সুখ করবে, বাংলার মানুষের সুখ করবে নিশ্চয়ই করব। ছিটমহল বিনিময় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ছিটমহল দেইনি ? বলুন উত্তরবঙ্গের মানুষ। ছিটমহলে বাংলাদেশের ৭ হাজার একর জমি ছিল। আর বেঙ্গলের পশ্চিমবঙ্গ ১০ হাজার একর জমি ছিল। কিন্তু বাংলাদেশকে ভালোবাসি বলেই আমরা পেয়েছি ৭ আর তাদের দিয়েছি ১০। একটা বিষয় মাথায় রাখবেন ছিটমহল সীমান্ত চুক্তি প্রায় ৬৬ বছর ধরে পড়ে ছিল কেউ করেনি কিন্তু আমরা সেটা করে দিয়েছি।
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০
নাইম রাজ বলেছেন: মমতাময়ী মমতার মমতা না থাকলে চলবে কি করে ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বুঝাগেল বাংলাদেশের প্রতি তার যথেষ্ট মমতা আছে!
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
নাইম রাজ বলেছেন: মমতা না থাকলে তিনি বাংলার মানুষকে ভালোবাসেন কি করে ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
ঢাকাবাসী বলেছেন: উনি তাঁর দেশের জন্য অবশ্যই দেশ প্রেমিক।
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
নাইম রাজ বলেছেন: এটাই সত্য কথা তবে আমাদের বুঝতে অনেক সময় লেগে গেছে ।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮
লক্ষণ ভান্ডারী বলেছেন: পশ্চিমবঙ্গের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.
তিমি এতই মমতাময়ী যে বাংলার মানুষ তাঁকে
দেবীর আসনে বসিয়েছেন। তাই মা মাটি মানুষের আহ্বানে
তিনি কি সাড়া দেবেন না? .............এটাই জিজ্ঞাসা ???
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭
নাইম রাজ বলেছেন: অবশ্যয়ই তিনি তার দেশের মানুষের আহ্বানে সাড়া দেবেন ।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১
লক্ষণ ভান্ডারী বলেছেন: পশ্চিমবঙ্গের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.
তিনি এতই মমতাময়ী যে বাংলার মানুষ তাঁকে
দেবীর আসনে বসিয়েছেন। তাই মা মাটি মানুষের আহ্বানে
তিনি কি সাড়া দেবেন না? .............এটাই জিজ্ঞাসা ???
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭
নাইম রাজ বলেছেন: অবশ্যয়ই তিনি তার দেশের মানুষের আহ্বানে সাড়া দেবেন ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক মমতার তাহলে মমতা আছে ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নাইম রাজ বলেছেন: জী মমতা আছে উনার।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ব্লগ মাস্টার বলেছেন: ভালোই হবে তাহলে বোধ হয় পানি পাওয়া যাবে ।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭
নাইম রাজ বলেছেন: হ্যা দেখা যাক ।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
নদীর প্রাকৃতিক স্রোতকে হিসেবে রেখে পানি ব্যবহার করতে হবে; উন্নত চাষাবাদের জন্য উনি পানি আটকাচ্ছেন, সেটা ভালো, কিন্তু বেশী নিয়ে নিচ্ছেন; উনাকে উনার অংশ দিতে বলা হচ্ছে না।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯
নাইম রাজ বলেছেন: সেটাই কথা । কিন্তু উনাকে বুঝাবে কে ।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
জগতারন বলেছেন:
মমতা আর ফমতা !
আমার কিচ্ছু যায় আসে না।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১
নাইম রাজ বলেছেন: মমতা আর ফমতা !
আমার কিচ্ছু যায় আসে না।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
মমতার ক্ষমতা আজ আছে কাল নাই
শতবার চোখে দেখে বোঝেনা রে কেউ ভাই
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩
নাইম রাজ বলেছেন: এটাই আসল কথা,
এরা আজ আছোতো কাল নেই
মধ্যে থেকে, সময় সাময়ীক
বিষ ফোরা।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২
ঝালমুড়ি আলা বলেছেন: জয় মা কালী
জোোরছে হবে তালী ।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮
নাইম রাজ বলেছেন: কেনরে ভাই তালি কেন ?
১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরাই বেকুব জাতি। এক পানির পেছনে পড়ে আছি। বন্ধুত্ব করলে, চীন, আমেরিকার সাথে করব। পশ্চিমবঙ্গের সাথে কেন?
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২
নাইম রাজ বলেছেন: মন্তব্যে আর বাস্তবে আমাদের সাধারন মানুষের জীবনদশায় বেশ মিল আছে ।
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯
blogermassud বলেছেন: বুঝিনা না দিতে চাইলে জোর করার ধরকার কি ?
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ।
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
লেখা পাগলা বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন মমতার ক্ষমতা আজ আছে কাল নাই
শতবার চোখে দেখে বোঝেনা রে কেউ ভাই ।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩
প্রশ্নবোধক (?) বলেছেন: অধিকার খর্ব করার লোক অনেক পাওয়া যায়। এদের পাছায় কিক মেরে অধিকার আদায় করতে হয়।মমতা কি এক তিস্তার পানি দিয়ে পুরো পশ্চিমবঙ্গ চালাতে চান। উনি তার দেশের জন্য দেশপ্রমিকা এবং ভোট হারানো ভয়ে ভীত। বাংলাদেশের পাওনা পানি দিয়ে উনি পেট পুজো করছেন। আর দালালরা উনাকে দেবীর আসনে বসেছেন। মিঠুন চক্রবর্তীতো উনাকে মা মনষা বলে নামকরণ করেছেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে কিন্তু মনষা দেবী নয়, নিষ্ঠুরতার প্রতীক।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫
নাইম রাজ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫
ধ্রুবক আলো বলেছেন: উনার মমতা দেখে আবেগে আপ্লুত হয়ে গেলাম।
ভাবতাছি পানি নদীতে রাখা যাবে কিন্তু উনার ভালোবাসা?!
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০
নাইম রাজ বলেছেন: মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ।
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১
নতুন বিচারক বলেছেন: মমতাজির মমতার কথা কি ভাবে ব্যাখা করবো বুঝতে পারছি না ভাই।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বুঝাগেল বাংলাদেশের প্রতি তার যথেষ্ট মমতা আছে!