![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত দুই বছর বন্দি রাখার পর মুক্তি দিয়ে পূর্ণরায় আবার লেখার সুযোগ দেয়াতে সামহোয়্যার ইন ব্লগ কমিনিউটিকে ধন্যবাদ এবং
কৃতজ্ঞতা জানাই।মহান আল্লাহুর কাছেও লাখ লাখ সুকরিয়া যে আমি এখানে আবার লেখার সুযোগ পেয়েছি।
সহ ব্লগারদেরও এবং কৈতিপক্ষ সকলের জন্য শুভকামনা থাকল।সকলে ভালো থাকুন এবং ভালো ভালো ব্লগিং করুন সেই কাম্য।
তবে কৈতিপক্ষের কাছে ও বৃজ্ঞ মডারেটদের কাছে একটা আন্তরিক অনুরোধ মানুষ মাত্রই ভুল ভুল শয়তানের নয় তাই মানুষই হল
যেমন ভুলের কারিগর তেমন আবার মানুষই সেই ভুল সোধরায় বা সংশোধন করে ।তাই বলছি ব্লগাররাও মানুষ আমরা ব্লগাররা
কোনও অন্য গ্রহের জীবজন্তু বা রোবট নয় যে আমাদের ভুল হবে না তাই বলে সেই ভুলের খেসারত কোনও ব্লগারকে টাণা দেড় দুই বছর বন্দি করে লেখতে না দিয়ে বা প্রথম পাতায় লেখা না আসতে দিয়ে হতে পারে না । সাধারন আজকাল মনে হয় মানুষ হত্যা করলেও
৭বছরের বেশি জেল হয়না। আর এখানেতো আমরা ব্লগ লেখালেখী করছি। তাই দয়া করে ভালো হয় যদি ব্লগারদের অপরাধ বিবেচনা করে খুব বেশি হলে একজন ব্লগারকে ১৫ দিন লেখা থেকে বিরত রাখা যেতে পারে ।এতে করে একদিকে ব্লগাররা যেমন ব্লগ লেখার প্রতি তাদের আগ্রহতাকে ধরে রাখবে তেমন একই ব্লগার একের পর এক ছদ্ধ নামে ব্লগও খুলবে না এবং ব্লগের পরিবেশও নষ্ট হবে না।
যাইহোক বিবেচনা আপনাদের আমাদের নয় । ধন্যবাদ ভালো থাকুন সকলের জন্য শুভকামনা থাকল।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
প্রথমকথা বলেছেন: আমার এক ব্লগার বন্ধু গত দুই বছরের অধিক সময় কোন লেখা পোষ্ট করতে পারছেনা। বন্ধুর ব্লগের নাম এম এস আরেফীন ভুইয়া। যদি কিছু করা যায় চাঁদগাজী ভাইকে বলছি ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব ব্যান ম্যানের জন্য অনেকে ব্লগ ছেড়ে চলে গিয়েছে।
তবে মডুরা আগের চাইতে এখন কিছুটা ভালো হয়েছে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
হাবিব বলেছেন: হায় আল্লাহ আপনি ২ বছর পর আসলেন? এতো দিন কেন রেখেছিলো এইভাবে?
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
নজসু বলেছেন: আশা করি এখন থেকে ব্লগীয় সময় আনন্দময় হবে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: ভাবতেও কষ্ট লাগছে যে, আপনাকে ২ বছর ব্লগিং থেকে দুরে থাকটে হয়েছে!
অদ্ভুত ব্যাপার! দুই বছরের ব্যান!! আপনি যে ধৈর্য্য ধরে এ্যদ্দিন পর আবার ফেরত এসেছেন, আপ্নেরে অ্যাওয়ার্ড দেওয়া উচিৎ।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: কি অপরাধ করেছিলেন ঠিক করে বলুন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
ভাবতেও কষ্ট লাগছে যে, আপনাকে ২ বছর ব্লগিং থেকে দুরে থাকটে হয়েছে!