![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরিব ব্যক্তি আর গরিব রাষ্ট্র এ দুটো হল অন্যান্য জাতির কাছে হাজার টন ওজনের বোজা সমপরিমান,আর সে জন্য গরিব ব্যাক্তিদের মারার
মত লোক থাকে গরির রাষ্ট্রকে নৈরজ্যের রাষ্ট্রে করতে শক্তি যোগানের লোক আছে কিন্তু বাঁচানোর কোনো লোক নাই।সাধারন ভাষায় বলা চলে গরিবকে কেউই ভালোবাসেনা ।
দরিদ্রতা হল হতগ্রস্ত পাপ
শত চেষ্টায়ও সেখান থেকে পালিয়ে কেহ পায়না মাপ।
গরিব হল জাতির অভিশাপ
গরিবের নাই সুখ শান্তির মা আর বাপ ।
আমার মনে হয় বিশ্বের প্রতিটা গরিব দেশের চিত্রই আমাদের বাংলাদেশের মত। যেখানে যেভাবে পাও শুধু লুটেপুটে খাও। যার শক্তি যত বেশি সে তত মারো ধরো আর যর শক্তি কম সে নিজেকে নুইয়ে দেও অপরকে ভেবে যম অপরাধকে ভেবে নেও প্রহসন। করো নিজের
সব কিছুকে অন্যায়ের কিছে বিসর্জন।
আজ জাতিসঙ্গের বিবেকও বিকলিঙ্গ অন্ধ হয়েগেছে তাদের চোখে কানে আর মুখে মরিচা ধরে গেছে । তাই তারাও কিছু দেখেনা এবং শুনেনা।
হায়রে শক্তি হায়রে বকতি
কবে দূর হবে তোর কুমতি
কবে হবে তোর বুদ্ধি আর সুমতি
নাকি তুই বাজিয়ে চলবি গরিবে চামড়ায় তোর দুঘদুঘি ।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাই। সে আশায় সারা বিশ্ব।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: আচ্ছা এবার বাণিজ্য মেলা হচ্ছে না ?
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮
নাইম রাজ বলেছেন: চিন্তার কোনো কারন নেই রাজীব নুর ভাই আপনাকেই বানিজ্য মন্ত্রী করা হবে যাতে আমরা অতি শিগ্রয়ই একটা বানিজ্য মেলা উপহার পাই।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চিন্তার কোনো কারন নেই রাজীব নুর ভাই আপনাকেই বানিজ্য মন্ত্রী করা হবে যাতে আমরা অতি শিগ্রয়ই একটা বানিজ্য মেলা উপহার পাই।
হা হা হা----
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাই ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
পবিত্র হোসাইন বলেছেন: অনেক ভালো লিখেছেন। শুভকামনা রইলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
বিজন রয় বলেছেন: এটাই তো বাস্তব। কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
নাইম রাজ বলেছেন: সহমত। সত্য কথাই বলছেন ভাই।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
দারিদ্রতা কমাতে চান, নাকি এই নিয়ে আলোচনা করতে চান?
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
নাইম রাজ বলেছেন: আমি কাজে বিশ্বাসী অকামে নয়। অকাম বলতে আলোচনাকে বুঝিয়েছি। আলোচনা মানে শুধু শুধু সময় নষ্ট করা। মাঝখান থেকে
চা,কফি বিল বাড়ানো।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
সূচরিতা সেন বলেছেন: সত্য চির তরেই সত্য ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ আপু ।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৬
জগতারন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
দারিদ্রতা কমাতে চান, নাকি এই নিয়ে আলোচনা করতে চান ?
-
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
আবির মাহমুদ আলআমিন বলেছেন: নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, কেন যে জন্মটা বাংলাদেশে হল। কি দোষ ছিল আমাদের? এটার শেষ কোথায় সেটা দেখে যাব ইনশাআল্লাহ!!!!! ধন্যবাদ নাইম রাজ ভাইকে