নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

আমার কেন জানি মনে হয় বিদেশী ডাক্তাররা মানুষ বাঁচানোর বদলে মেরে ফেলেন

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫২


আমার দেখা মতে মেয়র আনিসুল হক থেকে শুরু করে এই পযন্ত যে কজন বাংলাদেশী নাম করা লোক বিদেশে চিকিৎসা করাতে গেছেন
একজনো জীবন নিয়ে আর দেশে ফিরে আসতে পারেন নাই। শুধু এরশাদ সাহেবকেই সুস্থ ফিরে পেলাম মনে হচ্ছে। বিশেষ করে সিঙ্গাপুরকে মনে হচছে মৃত্যুর পুরী।

যাওয়ার আগে ওই সকল ব্যাক্তিরা কিছুটা সুস্থ অবস্থায় গেলেও দেশে ফিরেন মৃত্যু অবস্থায়। বিষয়টি নিয়ে মাননীয় মন্ত্রীকে তদন্তের অনুরোধ
করছি।
সর্বশেষ এবার লাশ হয়ে দেশে ফিরলেন বাংলাদেশে এবং আওয়ামীলিগের একজন প্রিয় নেতা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এখন থেকেই বিষয়টা নজরে না নিলে অদুর ভবিষৎ হয়ত এরকম আরো অনেক লাশ আমাদের দেখতে হবে। তাই ব্যবস্থা গ্রহনের সময় এখনি।আর যেন চিকিৎসা করাতে যেয়ে বিদেশে বাঁচার বদলে মরে লাশ হয়ে না আসতে হয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: সিঙ্গাপুরকে মনে হচ্ছে মৃত্যুপুরী - সহমত ।

এরশাদ সাহেবের দির্ঘায়ু কামনা করছি - গিনিচ বুক অব ওয়ার্ল্ডে তার নাম উঠুক সেঞ্চুরী ইয়ার অব দ্যা প্রেসিডেন্ট লে: জে: হোসাইন মোহাম্মাদ এরশাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৫

নাইম রাজ বলেছেন: আমার যা মনে হয় ঠাকুরমাহমুদ ভাই এরশাদ সাহেব পারোদ খেয়েছিলেন । :P

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


এরা দেশে চিকিৎসা ব্যবসা গড়ে তোলেনি, নিজেরা বিদেশে মরে; এদের লাশ দেশে আনতে দেয়া সঠিক হচ্ছে না; ওদেরকে বিদেশে কবর দেয়ার দরকার।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করে মারে না।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: ভাই সাহেব, সিঙ্গাপুরতো আর বাংলাদেশ না। অসুস্থ হলেই টাকা খরচ করে সিঙ্গাপুর যাওয়ার কি দরকার? এইসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে লিখুন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

বাংলার মেলা বলেছেন: এরশাদের ব্যাপার ভিন্ন - সে অসুস্থ হয়ে সিঙ্গাপুর যায়না। নির্বাচনের সময় ঘনিয়ে এলে তাকে প্রথমে সিএমএইচে নিয়ে উত্তমরূপে ধৌত করা হয়। তারপর সিঙ্গাপুরে পাঠানো হয় নিরোগ অবস্থায়। তাই সেখানে কোন চিকিৎসা না করানোয় উনি সুস্থভাবে ফেরত আসেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

ঢাবিয়ান বলেছেন: সরকারী লাখ লাখ ডলার খরচ করে সরকারী লোকদের এয়ার এম্বুলেন্সে করে , সিঙ্গাপুর , ব্যংককের হস্পিটাল পাঠিয়ে চিকিৎসা করতে পাঠানো হয় এই বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ থেকে। এই লাখা লাখ ডলার কার? অবস্যই এই দেশের প্রধানমন্ত্রীর বাপের।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

পলাশবাবা বলেছেন: কোন মন্ত্রীকে অনুরোধ করলেন ভাই। সবাই ই তো ঐখানে যায়।
তবে আপনার ট্যাকনিক্যাল তোষামোদের ষ্টাইল টা খুবই ইউনিক ।
থাম্বাস আপ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনের আর দোষ কি
ভেজাল খেতেে খেতে
মন এখন নানান উল্টা পাল্টা
বলে। মনটাকে সতেজ রাখুন
দেখবেন সব ঠিক হয়ে গেছে।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

তালপাতারপাখাই বলেছেন: যতদূর শুনেছিলাম বিদেশ মানুষ যায় উন্নত চি্কিৎসার জন্য আপনি আবার এইটা কি শুনাইলেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.