![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
মাগো তুমি কেঁদনা,
তুমি কাঁদলে বেড়ে যায় আমার বেদনা।
আমি যে মৃত পথযাত্রী তা আমি জানি,
শুয়ে থাকলেও আমি শুনেছি তোমাদের কানাকানি।
মাগো আমি ডাক্তারের দেওয়া সকল রিপোর্ট পড়েছি,
আমার যে ক্যান্সার হয়েছে তা আমি জেনেছি।
মাগো তোমার কী মনে পরে শিশুকালে আমায় তুমি কোলে নিয়ে কত আদর করতে?
আমি কষ্ট পেলে ঠিক আজকের মত তোমার চোঁখ থেকে কত জল ঝরতে।
মাগো আমি জানি বিধাতা আর কিছুক্ষন পর মাত্র তেইশ বছর বয়সে আমায় কেড়ে নিবে,
ভালো থেকে মাগো,তুমি আমার জন্য শুধু দোআ দিবে।
ওগো আমার জন্মদাতা পিতা,
তুমি কাঁদো কেনো বৃথা?
তুমিতো জানো জন্ম হলে মৃত্যু একদিন হবে,
বলো পিতা তোমার কেঁদে কি কোনো লাভ হবে?
পিতা তোমার কি মনে পরে সেই আমার শিশুকালে ক্ষেতে তুমি চারা লাগাতে,আর আমি তোমায় সাহায্য করতাম,
তোমার কথার উল্টো হলে শুধু আমি তোমার বকা খেতাম।
হে পিতা সেইরকম আমায় আরেকবার দাও বকা,
দিওনাগো পিতা আমায় তুমি ধোকা।
পিতা আর মাতা তোমরা কেঁদনা বৃথা,ক্ষমা করে দিও আমায়,
উহ! আমার অনেক কষ্ট হচ্ছে,বলো আমাকে কী বাঁচানোর আছে কোনো উপায়?
না,জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবে,
বলো কেউ কি চিরকাল এই পৃথিবীতে বেঁচে রবে?
তোমরা আমায় আজকাল এত ভালো ভালো খাবার কেনো দিচ্ছো আহারে,
বলো মৃত পথযাত্রী কি এত এত খাবার খেতে পারে?
বড় কষ্ট হয় সুস্থ থাকতে আমি পাইনি এত ভালো খাবার,
আজ মৃত্যুর সাথে বুঝি আমার হয়ে যাবে হার।
কাঁদিসনা তুই বড় আপা,
ধরে দেখ আমার বুকটা বড় ফাপা।
আপা দয়া করে তুই সেই আগের মত আমার সাথে একটু তর্ক কর.
আজ যে আমি মৃত পথযাত্রী,আমার যে নেই কোনো ডর।
ওরে বড় ভাই আর মেজ ভাই,
তোদের কেঁদে কোনো লাভ নাই।
তোদের দোআ পেলে আমার চলবে,
ছোটকালের সেই মজার গল্পগুলো কি আমায় তোরা আরেকবার বলবে?
উহ!ু আমার হচ্ছে খুব কষ্ট,
অসুবিধে নেই,আমিতো হয়নি কখনও পথভ্রষ্ট।
বড় ইচ্ছে ছিল দুটি লাল টুকটুকে ভাবি দেখে যাবো,
কিন্তু তা আর হলোনা,আখিরাতে বোধহয় দেখতে পাবো।
দয়া করে কেঁদনা আমার ছোটবোন,
আমায় শেষ একটা চুমো দাও আর শক্ত করো তোমার মন।
বড় ইচ্ছা ছিল ছোট আপুকে বানাবো ডাক্তার,
কিন্তু তা আর পারলাম কই,মৃত্যুর সাথে যে আজ আমার হতে যাচ্ছে হার।
তোমরা আমার এই ইচ্ছটা করিও পূরন,
দেখোনা আমায় বদ্ধ করে রেখেছে আগমনী মরন।
তোরা যারা আমার বন্ধু আছিস,
দয়া করে আমায় তোরা ক্ষমা করে দিস।
বুয়া তোমার বাড়ি আমি আর যাবোনা,জ্বালাবোনা আর তোমায়,
তুমি ক্ষমা করে দিও আমায়।
বাড়ির পশ্চিম কোনে তোমরা দিও আমায় মাটি,
আমি মৃত হলেও যেনো সেখানে গড়ে ওঠে আমার অমরত্বের পবিত্র ঘাটি।
ঐ দেখো এই অবেলায় নানা আমার জন্য নামায পড়েন,
তোমরা সবাই দোআ করিও যেনো আল্লাহ আমায় বেহেস্ত নসীব করেন।
ওহ দয়া করে তোমরা আমার প্রেমিকাকে দিও মৃত্যুর খবর,
ও যেনো এসে দেখে যায় আমার কবর।
আজরাইল বুঝি এসে গেছে আমার পাশে,
তোমরা সবাই চলে আসো আমার চারপাশে।
জানি আমার বাঁচার আর কোনো উপায় নাই,
মাগো আমার মুখে একটু পানি দাও,আমি চলে যাই।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
আজমান আন্দালিব বলেছেন: হৃদয়ববিদারক কবিতা।
মৃত পথযাত্রী নাকি মৃত্যু পথযাত্রী হবে?
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
মো: নিজাম গাজী বলেছেন: na ati kalponik.dhonnobad he lekhok.
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
আজমান আন্দালিব বলেছেন: হৃদয়ববিদারক কবিতা।