![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
কেমন করে অসুস্থ আমি বর্ননা করি অসুস্থতা?
ভালোবাসার এই দুনিয়ায় লাগে কেনো এতো ব্যথা ।।
মন আমার প্রান আমার বিধি দিলো একটা,
কেনো ওরে এক প্রানে ব্যথা দিলো হাজারটা?
অসুস্থতা কত কষ্ট জানে ওরে সে,
বারে বারে প্রশ্ন করি ঐ বিধিরে ।
না ভুগিয়ে বিধি তুমি মৃত্যু দাও মোরে,
পরকালে শান্তি দিও বিধি সেই প্রার্থনা তোমার তরে ।।
কি পাপ করেছিলাম আগের জনমে?
তারই কি সাজা দিচ্ছো বিধি তুমি আমায় এই জনমে?
বৃদ্ধকালে শোক দিও,দিও তুমি রোগ ।
কসম লাগে ওরে বিধি ২৩ বছরের এই যুবককে আর দিওনা ভোগ ।।
যদি কোনো কালে যুবক আমি সুস্থ জীবন ফিরে পাই,
তাহলে সকল অসহায় অসুস্থদের আমার দরবারে হবেরে ঠাই ।
অপেক্ষাতে আছি শুধু কবে শেষ হবে এমন অসুস্থতা,
অসুস্থতা শেষ না হলে এমন যুবকের জীবনটাই বৃথা ।।
বিঃদ্র:- কবিতাটি আমার বর্তমান অসুস্থতা নিয়ে লেখা । এটি একেবারেই বাস্তব ।
©somewhere in net ltd.