![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
বসন্ত এসেছে বলে আম্রকাননে ধরেছে মুকুল,
বসন্ত এসেছে বলে হাজারো ধরনের ফুটিয়াছে ফুল ।
বসন্ত এসেছে বলে দখিনা হাওয়া বসেছে,
বসন্ত এসেছে বলে হৃদয়ে ভালবাসার স্পন্দন ফুটেছে ।
বসন্ত এসেছে বলে আমার বাংলা সেজেছে রানীর বেশে ।
বসন্ত এসছে বলে সুঘ্রান ছড়াচ্ছে প্রেয়সীর কেশে ।।
বসন্ত এসেছে বলে মাঝি ধরেছে ভাটিয়ালি গান,
বসন্ত এসেছে বলে ভালবাসায় নেঁচে ওঠে মম এই প্রান ।
বসন্ত এসেছে বলে বৃদ্ধ হয়ছে তরুন আর বৃদ্ধা হয়েছে তরুনী ।
বসন্ত এসছে বলে আমার বাংলা হয়েছে আরো রুপসী ।।
বসন্ত এসছে বলে হৃদয়ে বসছে শুধু ভালবাসা ।
বসন্ত এসেছে বলে প্রেয়সীকে নিয়ে হৃদয়ে শত আশা ।
বসন্ত এসেছে বলে তরীতে আজ বসেছে পাল,
বসন্ত এসেছে বলে আমার প্রেয়সীর আজ এত সুন্দর হাল ।
বসন্ত এসেছে বলে আমি কবি লিখে যাই গান ।
বসন্ত এসেছে বলে বাঙ্গালীদের চিরকাল থেকে যাবে এই বসন্তের প্রতি টান ।
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
মো: নিজাম গাজী বলেছেন: thanks dear poet....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বসন্ত কে নিয়ে সুন্দর একটা কবিতা পড়লাম।
ভালো লাগা রেখে গেলাম কবি ♥