![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
হলনা দেখা,হলনা কথা,
পেলাম না সুখ,পেলাম না ব্যাথা ।
হলনা চুপি চুপি রিকশায় ঘোরা,
হলনা দর্শন তোমারই চেহারা ।
হলনা তোমার কোমলও কানন হাত দুটি ধরা,
ছিলনা আবেগ,ছিলনা ছড়া ।
পাব কী পাবনা,
এ নিয়ে ছিলনা কোন ভাবনা ।
মৌয়াল না হয়ে সংগ্রহ করলাম ঢের মৌ,
কাজী হল রাজি,এখন তুমি আমার প্রিয়তমা বউ ।
তোমার আমার ভালবাসা চিরকালের বাধানো এক ফ্রেম,
তুমি আমার জীবন মরন,তুমি আমার অবাক প্রেম ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮
ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯
ওমেরা বলেছেন: এটাই আসল প্রেম । ধন্যবাদ