![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
ক্রমাগত ভাবে বেড়ে চলছে মানুষের উল্লাস,
আর এই মানুষতো একদিন হবে লাশ ।
কত দুঃসাহস,কত উত্থান,কত যে হানাহানি,
উল্লাস দিয়ে কত মানুষ,কত মানুষের করে প্রানহানী ।
কত ভাংচূর,কত অগ্নিসংযোগ,কত যে অনিয়ম,
উল্লাস দিয়ে এই মানুষগুলো হয়ে যায় যম ।
নেই কোনো ইবাদত,নেই কোন শৃঙ্খলা,
শুধু হতাশ,অন্যায় আর অবহেলা,
উল্লাস শেষে বুঝবে,যে উল্লাসের কত জ্বালা ।
নিজের স্বার্থ নিয়ে আজ মানুষেরা বড়ই স্বার্থপর,
বুঝবে সেদিন,উল্লাস শেষে,কাটাবে দিন শুধু আধার ।
পরের চরিত্র নিয়ে কেন এত পরিহাস?
চিরজীবন থাকবেনা,একদিন তো শেষ হবে মানুষের উল্লাস ।
উল্লাসে ফেটে,আনন্দতে মেতে,করো শুধু অন্যায়,
উল্লাস শেষে বুঝবে সেদিন,যেদিন থাকবে তুমি অবহেলায় ।
বাড়েনা দিন,বাড়ে শুধু ঋন,আর মানুষ হয় লাশ,
একদিন তো থেমে যাবে এই মানুষের উল্লাস ।
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২
মো: নিজাম গাজী বলেছেন: জ্বী আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন শতত।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সনেট কবি বলেছেন:
কবি নিজাম গাজী
আকাশে অনেক মেঘ তারারা হারায়
নিত্যদিন মেঘতলে অন্তরালে গড়ে।
ফের হয় জ্যোতিময় তারাদের দল
বাতাসের আমন্ত্রণে মেঘ সরেগেলে।
আশায় থাকুন কবি হে নিজাম গাজী
সকলের প্রচেষ্টায় কাটবে আঁধার
আবার আসবে মেঘ সরবে আবার
আলো আাঁধারের খেলা চলবে এমন।
হতাশায় বসে থাকা সমিচীন নয়
হতাশা কাটতে হবে আশার আলোয়
অনন্তর ভাসবেন সুখের ভেলায়।
রাতের পরেতে দিন ক্রমাগত আসে
কান্নায় ভেসে আবার অনেকেই হাসে
বাস্তবতা এরকম বদলায় রূপ।
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫
মো: নিজাম গাজী বলেছেন: আশায় থাকুন কবি হে নিজাম গাজী
সকলের প্রচেষ্টায় কাটবে আঁধার
আবার আসবে মেঘ সরবে আবার
আলো আাঁধারের খেলা চলবে এমন।
খুব সুন্দর বলেছেন কবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ হে কবি। ভালো থাকুন শতত।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: আরও ভাল হওয়া দরকার