![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
প্রথমেই সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। বলছিলাম একটি গানের এ্যলবাম বের করতে কার না ইচ্ছা করে। তবে আমি কন্ঠশিল্পী বা সুরকার নই। তবে আমার লেখা অনেক গান রয়েছে। এ্যলবামের পান্ডুলীপির নাম দিয়েছি সাদাকালো। তাই আমি চাইছিলাম একটা এ্যলবাম বের করতে। কিন্তু কন্ঠ শিল্পী আর সুরকার কোথায় পাবো? টাকা দিয়ে আমার পক্ষে এ্যলবাম বের করা সম্ভব নয় কারন আমি ছাত্র। তাই আমি বলছিলাম যে অত্র ব্লগে অনেক প্রতিভাবান সুরকার ও কন্ঠশিল্পী আছেন তারা আমার গানগুলো বিনামূল্যে নিয়ে এ্যলবাম বের করতে পারেন। এটি হতে পারে আপনার প্রতিষ্ঠিত হওয়া বা ইচ্ছা পূরনের অন্যতম এক ধাপ। তাই দয়া করে গুনী বন্ধুরা এগিয়ে আসুন। অথবা আপনি না পারলে আপনার পরিচিত কোনো কন্ঠশিল্পীকে এ ব্যাপারে জাননান। তবে কন্ঠশিল্পী পুরুষ ও মহিলা দুজনই লাগবে। আশা করি আপনারা সাড়া দিবেন। আপনার সাড়ার অপেক্ষায় আমি। ভালো থাকুন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।
মোবাঃ- 01767789299.
Email:- [email protected]
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ লেখক। ভালো থাকুন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: মন খারাপ করবেন না,একটা কথা বলি-
লক্ষ লক্ষ ছেলে মেয়ে লক্ষ লক্ষ গান লিখে বসে আছে। কেউ তাদের কথা জানে না। জানতে চায়ও না।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
মো: নিজাম গাজী বলেছেন: তা ঠিক আছে। তাই বলেআকী আমি চেষ্টা করবো না? ধন্যবাদ হে লেখক। শুভকামনা।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
আব্দুর রহিম p.t বলেছেন: কেউ এগিয়ে আসুন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। শুভকামনা।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
জাহিদ অনিক বলেছেন: আপনার অসহায় আকুতি দেখে আমি বিব্রতবোধ করছি।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
মো: নিজাম গাজী বলেছেন: কেনো এখানে বিব্রতবোধের কি আছে। সাহিত্য নিয়ে সহযোগীতা চাওয়া লজ্জার কিছু নয়। ধন্যবাদ। শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশা করি।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: হয়তো কেউ এগিয়ে আসবেন, এই আশাই করি।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।