![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ কারিগর। যেখান থেকে একটি শিশুর সর্বপ্রথম মানসিক বিকাশ ঘটে পূর্নরুপে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়ে সরকার এমএলএসএস/দপ্তরি নিয়োগ দিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে,যা সত্যিই প্রশংসার দাবিদার। এর আগে শিক্ষকগনেরই এমএলএসএসের সকল দায়িত্ব পালন করতে হতো। এখন শিক্ষকগন অনেকটাই মুক্ত। একজন শিক্ষকের মূল কাজ হলো পাঠদান করা। কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরই একাধারে পাঠদান এবং করণিকের কাজ করতে হয়। এতে প্রধান শিক্ষকের উপর একটা বাড়তি চাপ পরে এবং সঠিক পাঠদান ব্যাহত হয়। তাই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান সময়ে একজন করে করণিক খুবই দরকার। শিক্ষকদের উপর থেকে বাড়তি চাপ এবং শিক্ষার যথাযথ মানোন্নয়নের লক্ষে বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়সমূহে একজন করে করণিক অত্যন্ত জরুরি। তাই আশা করি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় তথা সরকার এহেন যুগান্তকারী উদ্যোগ গ্রহন করে প্রাথমিক বিদ্যালয়ে করণিক নিয়োগ দিয়ে থাকবেন। প্রাথমিক বিদ্যালয়সমূহে করণিক নিয়োগ করার মাধ্যমে শিক্ষকদের উপর থেকে বাড়তি চাপ হৃাস পেয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে বলে-প্রত্যাশা করি।
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
প্রামানিক বলেছেন: উত্তম প্রস্তাব