![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
হে আল্লাহ নামায শেষে তোমার দরবারে ধরেছিগো মোনাজাত।
মাওলা তুমি দাও মোরে হেদায়াত।।
দুনিয়াতে পাঠাইছো তোমার ইবাদত করতে,
মাওলা আমি প্রস্তুত এখন মরতে।
মোনাজাতে তোমারও দরবারে,
কাঁদবো আমি কেমনও করে?
চোঁখে কোনো জল নেই ,নেই কোনো অশ্রু।
আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত হে প্রভু।।
ভিক্ষা চাই মাওলারে তোমারও দরবারে,
জান্নাত দিও তুমি মাওলা মোরে আখেরে।।
তোমায় আমি ভালোবাসি বলে মাওলা ধরেছিগো মোনাজাত।
হে মাবুদ তুমি মোরে দিয়েগো নাজাত।।
ফিরাইওনা মাওলা তুমি মোরে ফিরাইওনা,
জান্নাত দিও তুমি মোরে,করোগো বাসনা।।
দয়া ধরো রব তুমি,মোরে করিও মুমিন,
আবারও তোমার সনে হবে কথা,আমিন।।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
মো: নিজাম গাজী বলেছেন: না গাজী ভাই পুরোপুরিভাবে সারেনি। দোয়া করবেন। ধন্যবাদ।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
গঢভবণণ বলেছেন: https://youtu.be/ooBJjcAyCoQ
আপনি কি 3D তে অঙ্কন করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সবচেয়ে সহজ ভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এক মিনিটেই অঙ্কন করতে পারবেন আপনার ইচ্ছ মতো 3D আ্যাট।এবং পাঠিয়ে দিতে পারবেন আপনার বন্ধুর নিকট। আর অবাক করে দিন আপনার বন্ধুকে।
https://youtu.be/ooBJjcAyCoQ
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
মো: নিজাম গাজী বলেছেন: এইসব বিজ্ঞাপন থেকে দুরে থাকুন। ধন্যবাদ।
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আমিন।
খুব সুন্দর হয়েছে।অনেক ভাল লেগেছে।
ভাল থাকুন।শুভ কামনা।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
মো: নিজাম গাজী বলেছেন: আপনার তরেও শুভকামনা প্রিয় লেখক। ভালো থাকুন। ধন্যবাদ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন: করতে
মরতে
ভাল ছন্দ মিলিয়েছেন !
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা। ভালো থাকুন।
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম পরকাল ভাবনা বেশ ভাল।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
আপনার পেটের অসুখ সেরেছে?