![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
মম হৃদয়পটে যতন করে রেখেছি যে তোরে,
তুই বন্ধু বুজলিনারে মোরে।
জীবনটারে জিন্দালাশ করেছি শুধু তোরই জন্যরে,
তুই বন্ধু চিনলিনারে মোরে।।(২)
পুষ্পকাননে,হৃদয়গগনে বুনেছি যে তোরে,
তুই বন্ধুয়া ভুলে গেলি মোরে।
দিনকে রাত করেছি,রাতকে করেছি দিন,
হায় পাষাণী তুই হয়ে গেলি বিলীন।।(২)
আমারও হৃদয়ে তুই পাথর বসায়ে চলে গেলি দূরে,
এখন কেবলই কান্নার আওয়াজ বাজে মোর সূরে।
ওহ আমারও কোমল হৃদয় পাষাণী তুই করেছো যে পাথর,
হায় আমি যে এখন এক চির যাযাবর।।(২)
বুজলিনারে আমারে তুই,চিনলিনারে আমায়,
তোরে আর এ জীবনে ভোলা কি আর যায়?
ওরে তুই আমারে পুড়িয়ে যদি শান্তি পাও এপারে,
কসম দিয়ে বললাম ওরে যাইবো আমি ওপারে।।
হায়রে নিঠুর বন্ধুরে
তুই বুজলিনারে মোরে।।(২)
রচনাকাল-
১৭/০১/২০১৮
১২.২২(রাত)
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
মিঃ সালাউদদীন বলেছেন: ভাল একটি গীতিকবিতা ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
যা ঘটছে, বন্ধু বুঝেই ঘটাচ্ছে; চাকুরী খোঁজেন, কম্প্যুটার শেখেন।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬
মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: সুর লাগান। বড় মধুময় হয়ে উঠবে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি চেষ্টা করবো। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
তারেক ফাহিম বলেছেন: গেয়ে শুনান।
ভালোই লাগবে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
মো: নিজাম গাজী বলেছেন: আমি গাইতে পারিনা। আপনি একটু গেয়ে দিবেন? বা কারো নিকট থেকে রেকর্ত করে যদি দিতেন,কৃতজ্ঞ হতাম। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর