![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমার দিলে ধরা দিয়ে করলি কিগো সর্বনাশ,
আমায় বন্ধু তুই ওরে করে দিলি জিন্দা লাশ।
হায় বন্ধুয়ারে তুই করলি ওরে বিষেরও চাষ,
ধরা দিয়ে খরা করে করলি ওরে জিন্দা লাশ।।
দেহ বুজলি বন্ধুরে তুই,বুজলিনারে মন,
আমার মনে বিষের বাশি বাজে সারাক্ষণ।
ওহহ সেই বাশির আওয়াজে বন্ধু উতাল দেয়রে মন,
আমি বন্ধু সেই আওয়াজে পুড়ি সারাক্ষণ।
সর্বনাশা বন্ধুরে তুই বুজলিনারে মোর মনেরই খবর,
হায়রে বন্ধুরে তুই দিয়ে দিলি মোরে জিন্দা কবর।
চলে যাবি তুই বন্ধুয়ারে আমি হতাম মাঝি,
উড়াল দিলি পাখির মতো সর্বনাশা কাজি।।
মনের মধ্যে বারো মাস পুড়ি তিলে তিলে,
মন বসেনা কোনো কাজে,কেমন করে মিলে?
বন্ধুরে তুই ধ্বংস করলি আমার মনের আশা,
ভালোবাসার বন্ধুরে তুই চরম সর্বনাশা।।
//৪.৫৬(রাত)
১৪/০২/২০১৮
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
আবু তালেব শেখ বলেছেন: সাবাস
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২
*** হিমুরাইজ *** বলেছেন: সামনে আরও ভাল হবে।