![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
ভূল বুঝে ছিড়েছি তো ফুল,
তাই তব বৃক্ষে ধরেনি গো মুকুল।
বাসন্তী এসেছে তব শীত যে লেগেছে,
কেনো যেনো অধম মেয়ে মোরে ভালোবেসেছে।।
আশায় আশায় মম জীবন হলো মরীচিকা,
ভূলের ও কারনে ফুলেতো মধু আসেনি বৃথা।
মধু আসেনি তব এসেছেগো মাছি,
মাঠ নেই,ময়দান নেই তবু ওগো নাচি।।
কাছাকাছি চেয়েছি তারে চলে গেলো দূরে,
পিয়ানো হারিয়ে গেছে আমার ভূলেরও সুরে।
হায় সেই ভূলের সুর ওরে আজও বয়ে চলে,
শান্তির কাছাকাছি গিয়ে কষ্ট গেছে রয়ে।।
ফুল,ভূল,সুর কতকিছু বেজেছেগো মধুর,
তব প্রিয়া সেতো এখনও বহুদূর।
দিল দিলো খোদা মোরে দেয়নিতো আশা,
হায় এযে সব এক ভূলের ভালোবাসা।।
//১১/০৪/১৮
১২.২১(রাত)
নিজ বাসগৃহ
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
বিঃদ্রঃ- এই কবিতায় ভূল বানানটি ভুল লিখেছি।।
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি ভাইয়া অসংখ্য ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫
নীল মনি বলেছেন: লেখাটি ভীষণ চমৎকার হয়েছে।পড়ে ভালো লাগল ভুল বানানটির সঠিক বানান হল ভুল।
এটা একটু এডিট করে নিলে কবিতাটি সুন্দরী হয়ে উঠবে নি:সন্দেহে
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
মো: নিজাম গাজী বলেছেন: প্রিয় নীল আমি ইচ্ছে করেই ভুল বানানটি ভূল লিখেছি। কেনোনা এযে ভূলের ভালোবাসা। কবিতার নিচে আমি বিঃদ্রঃ দিয়ে ভুল সম্পর্কে আলোকপাত করেছি। আপনার সুন্দর ও মূল্যবান মন্তব্যে প্রিত হলাম। শুভকামনা প্রিয় লেখিকা।
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০
কাওসার চৌধুরী বলেছেন:
ভুল বানানটি ভুল। সুন্দর লাগল
আমার ব্লগে স্বাগতম।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
মো: নিজাম গাজী বলেছেন: জ্বী আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫
রোকনুজ্জামান খান বলেছেন: তাই ভাইয়া