নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী ভালোবাসা

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭


♥নববর্ষের শুভেচ্ছা♥


হলো বাংলা নতুন বছরের সূচনা,
বৈশাখের ভালোবাসায় মুছে গেলো সব মম বেদনা ।
বৈশাখ মানে উল্লাশ,বৈশাখ মানে আনন্দ,
বৈশাখ মানে কবির মুখে নতুন নতুন ছন্দ ।
বৈশাখ মানে হালখাতা,বৈশাখ মানে মেলা,
বৈশাখ মানে গ্রাম-গঞ্জে মাতোয়ারা সব খেলা ।
বৈশাখ মানে পান্তা আর ইলিশ,
বৈমাখ মানে প্র্রেয়সীর কানে গোপনে ফিসফিস ।
বৈশাখেতে প্রেমের দোলা দেয় মনে,
বৈশাখেতে প্রেয়সীর কথা মনে পরে প্রতিটি ক্ষনে ।
বৈশাখ হচ্ছে নতুন বছরের নতুন মাস,
বৈশাখেতে হৃদয়ে শুধু ভালোবাসার সুন্দর বসবাস ।
বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য,বৈশাখ বাঙ্গালীর আশির্বাদ,
বৈশাখেতে শুধু ভালোবাসা,নেই কোনো বিবাদ ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

শাহিন বিন রফিক বলেছেন: আমার ভাগ্য ভাল দ্বিতীয় ছবিটি আমার বউ কখনও দেখতে পাবে না, দেখার সুযোগ থাকলে আমার খবর ছিল।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

আল আমিন সেতু বলেছেন: আপনাকে ও শুভ নববরষ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

আবু আফিয়া বলেছেন: সবার প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।

"শুভ নববর্ষ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.