![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
স্বপনে দেখেছি তাহারে,আমার সনে হয়েছে দেখা,
মম হৃদগগনে তাহারে ওরে হয়েছে যে হাজার বারও আঁকা।
বাস্তবে সেযে শুধু মরীচিকা,
এ মনে যে শুধু লাগে ধীকাধীকা।।
খাঁচার মাঝে চিন পাখিরে দেখেছি আমি স্বপনে,
বহুত দিন পরে প্রীত জেগেছে মোর এই ভাঙ্গা মনে।
খাঁচা ভাঙ্গিবার তরে আমি করেছি কতো খেলা,
পাষাণী বন্ধু আমারে ছাড়িয়া খাঁচার মাঞ্জে করে হেলাফেলা।।
সেই চিরচেনা তাহার মুখখানী,চিরচেনা তাহার কেশ,
অন্তর্দহণে ধরেছিলো মোরে,পুড়েছিলাম ওরে বেশ।
তাহারে দেখিয়া হৃদয়ে মোর বয়েছে যে হাহাকার,
রিমিঝিমি ঐ নদীর তীরে,বটের ছায়ায় পাইতাম তাহারে আবার।।
এ যেনো হাজার বছর পরও তাহার সনে মোর দেখা,
মম হৃদয়পটে সেযে থাকবে চিরকালই আঁকা।
স্বপনে দেখেছি তাহারে,বাস্তবে তো নয়।
খাঁচার পাখি সেযে খাঁচায়ই রয়ে যায়।।
//রচনাকালঃ-
০১/০৬/২০১৮
৪.২৫(রাত)
নিজ বাসগৃহ,
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
বিঃদ্রঃ- কবিতাটি রাতে স্বপ্ন ভেঙ্গে সজাগ হওয়ার সাথে সাথেই লেখা।
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২০
মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় মন্ত্রী। শুভকামনা। গোপাল গেলো কই?
২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে মিতা?
কতো যুগ পরে দেখা??
সারাদিন কোথায় থাকো হে??
বি. দ্রঃ আমি গোপাল হতে চাই!!
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫০
মো: নিজাম গাজী বলেছেন: হ্যা প্রিয় মিতা আসলেই অনেকদিন পর দেখা। আপনি কেমন আছেন? ঠিকাছে আপনি গোপাল আর আমি মহারাজ। ধন্যবাদ। শুভকামনা।
৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর কবিতা নিয়ে হাজির হলেন।
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫১
মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ভাই,সমস্যা ছিলো বটে তাই,আপনি কেমন আছেন প্রিয় রাজিব ভাই? শুভেচ্ছা ও শুভকামনা শতত। ধন্যবাদ।
৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫২
আবু তালেব শেখ বলেছেন: মহারাজা কৃষ্ণচন্ত্র আপনার রচনায় প্রেম প্রেম ভাব।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৬
মো: নিজাম গাজী বলেছেন: জ্বী সভাকবি প্রেম না থাকলে তো রানী মোরে পছন্দ করবে না। অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো আছি ভাই!
@"লেখকবলেছেন: ঠিকাছে আপনি গোপাল আর আমি মহারাজ"
ইশ্, ব্যাটা মন্ত্রীকে সায়েস্তা করতে গিয়ে আমি মহারাজ হতেই ভুলে গেলুম..
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৮
মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। আপনি মন্ত্রীকে ইচ্ছা মত সায়েস্তা করতে থাকেন। মন্ত্রীকে সামলানো সহজ কিন্তু রাজ্য সামলানো কঠিন ধব্যআাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:১০
শায়মা বলেছেন: ভাইয়া ধীকাধীকা মানে কি ???
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৪২
মো: নিজাম গাজী বলেছেন: ইয়া মানে কঠিন প্রশ্ন,থুক্কু ইটস অতী সহজ। ইয়া মানে প্রেমিকাকে অনেক বছর পর দেখলে হৃদয়ে যেরকম অনুভুতি হয়,তার অন্তর্দহনের অনুভুত শব্দই হলো ধীকাধীকা। এবং আপনি ধীকাধীকা করে বলেন তো আপনি কেমন আছেন প্রিয় লেখিকা? অসংখ্য ধন্যবাদ। শুভকামনা শতত।
৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোই লাগল!
০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৫
মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: আমি ভালো আছি কিন্তু ধিকা ধিকা শব্দটা কবিতার আবেগকে একটু ফানি করে দিয়েছে এমনই মনে হয়েছে আমার।
০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৯
মো: নিজাম গাজী বলেছেন: দেখেন ধীকাধীকা শব্দটি না থাকলে আপনি হয়তোবা ধীকাধীকা করে দুবার মন্তব্য করতেন না অবশ্য এটিকে ফানি মনে করলে ফসনি আর হিট মনে করলে হিট
ধন্যবাদ।
৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ভালো ই লাগলো।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০১
মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
১০| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০১
শায়মা বলেছেন: হা হা ওকে ধীকা ধীকা ভাইয়া!!!
২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৫
মো: নিজাম গাজী বলেছেন: ধীকাধীকা করে ঈদ মোবারক আপু
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন +