![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
কাটা গায়ে নুনের ছিটা দিসনা বন্ধু আর,
কাটা গায়ে ব্যাথা লাগে হইছে যে মোর হার।
চলে যাবি তুই পাখিরে আসলি কেনো বল??
আমায় নিয়ে আর কতকাল করবি এমন ছল।।(২)
বুকের মধ্যে আগুন জ্বলে নিভবে নারে সাঈ,
ওহহ মোর দিল পুড়ে হলোগো বন্ধু ছাই।
যেই গা কাটিছিস বন্ধু সেই গায়ে দিস নুন,
বেছে আছি আমিরে বন্ধু অন্তর করলি খুন।।(২)
এই খুনের বিচারও বন্ধু এই পিরিতে নাই,
তোরে আমি দুই পিরিতে ক্ষমা করতে চাই।
এমনও দহনও বন্ধু তুই সইতে পারবিনা,
এই দহনে পুড়েতো মন,পুড়ে কাটা গা।।(২)
শরীর কেটে যাসরে বন্ধু,নুনের ছিটা দিসনা আর,
কাটা গায়ে ব্যাথা লাগে,হইছে ওরে দিলের হার।।
হার মেনে আমি যে বন্ধু হইছি জিন্দালাশ,
নুনের ছিটা দিসনা আর,করিস না সর্বনাশ।।(২)
রচনাকাল//
২৯/০৭/২০১৮
১১.৩১(রাত)
বাগেরহাট সদর।।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০
মো: নিজাম গাজী বলেছেন: ইহা কি বলেছেন?
২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: নুনের ছিটা দিলাম
৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯
মো: নিজাম গাজী বলেছেন: বাকপ্রবাস বলেছেন: নুনের ছিটা দিলা
শেষমেষ আপনিও কাটা গায়ে নুনের ছিটা দিলেন? আমার বুঝি কষ্ট হয়না?
৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১
ইব্রাহীম আই কে বলেছেন: আহা
৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
মো: নিজাম গাজী বলেছেন: আহা কি মধুর না কষ্টের? ধন্যবাদ প্রিয় লেখক।
৪| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮
মো: নিজাম গাজী বলেছেন: বাকপ্রবাস বলেছেন: নুনের ছিটা দিলা
শেষমেষ আপনিও কাটা গায়ে নুনের ছিটা দিলেন? আমার বুঝি কষ্ট হয়না?
৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪
স্রাঞ্জি সে বলেছেন:
নুনের ছিটা দেওয়া টাই ভাল।
৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২১
মো: নিজাম গাজী বলেছেন: কেনো ভালো কেনো? অবশ্যই ফ্রিতে নুন পাওয়া যায় তাই?
৬| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১২
রাকু হাসান বলেছেন: হুম নুটের ছিটা মন্ত্রীরা ভালই দিচ্ছে ।ভাল লিখেছেন
৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২২
মো: নিজাম গাজী বলেছেন: হ্যা ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয় লেখক।
৭| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮
বাকপ্রবাস বলেছেন: