নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সহব্লগারবৃন্দ দয়া করে আমাকে কেউ তথ্য দিয়ে সাহায্য করুণ?

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭




শুভেচ্ছা গ্রহন করবেন। আপনাদের নিকট আমি সাহায্যপ্রার্থী। আমার খুব এমার্জেন্সি একটি স্মারকলিপি লিখে দিতে হবে। এটি একটি সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দিবে। আর এই স্মরকলিপি লেখাটির গুরু দায়িত্ব আমার উপর পরেছে। কিন্তু এর আগে আমি কখনও স্মারকলিপি লিখিনি এমনকি কখনও দেখা ও হয়নি। অনলাইনেে সার্চ করলাম সারাদিন কিন্তু স্মারকলিপির কোনো নমুনাই পেলাম না। যা পাই তা নিউজ এবং ভিন্ন ভিন্ন,যা এক নয়। আমার শনিবারের মধ্যে স্মারকলিপিটি প্রস্তুত করতে হবে। আমি এটা নিয়ে বর্তমানে বেশ চিন্তায় রয়েছি। তাই আপনাদের প্রতি অনুরোধ দয়া করে আমাকে স্মারকলিপি লেখার জন্য তথ্য দিন,কিভাবে লিখতে হয় বলুন। গঠন প্রনালীটা বলুন। অথবা কোনো মহৎ ব্যক্তি আমাকে কমেন্ট বক্সে স্মারকলিপির নমুনাও দিতে পারেন। আমার দৃড় বিশ্বাস যে আপনাদের মত বিজ্ঞ ও বন্ধুত্বপূর্ন ব্লগারবৃন্দই স্মারকলিপি সম্পর্কেে পুরোপুরি জ্ঞাত এবং  আমাকে সাহায্য করতে পারবে। আমার স্মারকলিপির বিষয় হলো জাতির জনকের পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করা। আমি অপেক্ষায় থাকবো। দয়া করে আপনারা সাহায্য করুন। সকল শ্রদ্ধেয় প্রিয় ব্লগারদের জন্য আমার নিরন্তর শুভকামনা। ধন্যবাদ।                


মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভকামনা শতত। অনেক উপকার করলেন।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

মো: নিজাম গাজী বলেছেন: কিন্তু প্রিয় লেখক এর লেখাতো অস্পষ্ট। বোঝা যাচ্ছেনা।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:





০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভকামনা শতত। অনেক উপকার করলেন।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: হুম।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

রাকু হাসান বলেছেন: আমিও জানতাম না ,আপনার প্রশ্ন আমার জানার সুযোগ হলো ,বুকমার্ক করে রাখলাম ,কোন দিন যদি কাজে লাগে । ধন্যবাদ রইলো আপনার ও কমেন্টকারীদের প্রতি ।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

হাফিজ রাহমান বলেছেন: Click This Link
http://dkib.org/2018/04/27/স্মারকলিপি-লেখার-নমুনা/saroklipi-27-04-2018-2/
http://dkib.org/2018/04/27/স্মারকলিপি-লেখার-নমুনা/

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মো: নিজাম গাজী বলেছেন: মুলত আপনারটা থেকেই আমার কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কষ্ট করে লিঙ্কটি দিয়েছেন বলে। শুভকামনা নিরন্তর সুপ্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.