![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সকল শ্রদ্ধেয় প্রিয় সহব্লগারদের। আশা করি আপনারা ভালো আছেন। আমি চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আছি। লেখালেখি করি তাতে হয়তোবা মন ভরে কিন্তু টাকা না হলেতো আর পেট ভরেনা। তাই দয়া করে আপনারা কেউ আমাকে সাহায্য করবেন যে কিভাবে বাংলায় ব্লগ লিখে অর্থ উপার্জন করা যায়?? আপনাদের ঋণ কখনও শোধরানোর নয়। এর আগে আমি আপনাদের নিকট স্মারকলিপি লেখার জন্য সাহায্য চাইছিলাম,আপনারা অনেকে সাহায্য করেছেন। তাই আমি আপনাদের প্রতি কৃতঞ্জ। আপনাদের ভালোবাসায়ই আজ আমি আশা বেধে আছি। আশা করি আপনারা বিজ্ঞ ব্লগারবৃন্দ আমাকে বাংলা ব্লগ লিখে আয় করার বিস্তারিত তথ্য দিবেন ও পথ বাতলে দিবেন। দয়া করে সবাই সাহায্য করুন। আমি আপনাদের পরামর্শের অপেক্ষায়। আপনারা সকলে ভালো থাকুন সেই কামনায় বাই। শুভ বিকেল। শুভকামনা শতত।
বিঃদ্রঃ- দয়া করে আপনারা শুধুমাত্র লিঙ্ক থেকে তথ্য না দিয়ে আপনাদের নিজ থেকে তথ্য দিন। ধন্যবাদ।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি দেখি কোনো বিজ্ঞ ব্লগার সাহায্য করেন কিনা? ধন্যবাদ।
২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: ধুররর!
লিখতে লিখতে ফকির হয়ে যান না!!
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি ভাই ফকির তো হয়ে গিয়েছি। ধন্যবাদ।
৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ব্লগিং করে টাকা আয়ের কোনো সুযোগ নেই।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪
মো: নিজাম গাজী বলেছেন: তাই নাকি? ধন্যবাদ।
৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর মণ্ডল ভাইকে এই নিকে পেলাম। যদিও আপনি অন্য নিকে সাথে আছেন। (অন্যান্য নিকে এই মজাটা পাইনা) যাইহোক, সামুতে টাকা আয়ের পোস্ট মাঝেমধ্যে চোখে পড়ে। আমি বছর দুয়েক আগে এমন একটা লিংকে ক্লিক করে রিলেটেড আরো কিছু লিংক, টিউন, প্রবন্ধ পড়ে যেটা বুজলাম।
* বাংলা ব্লগ লিখে টাকা আয় করা কঠিন।
* টেকটিউন, সলিউশন বিডি আরো দু'একটা সাইট আছে যারা টিউন লিখলে টাকা দিতো, প্রতিটি টিউন/পোস্টের জন্য সম্ভবত ২০টাকা। (এখনকার তথ্য জানিনা।)
* গুগলের ব্লগার ডট কমে নিজস্ব ব্লগ পেইজ ক্রেইট করে ভিউয়ার পেলে, এড বিক্রি করে টাকা আয় সম্ভব। এক্ষেত্রে ওয়েব ডিজাইন জানা আবশ্যক।
* টাকা দিয়ে হুস্টির, ডোমেইন কিনে বিষয় এন্সার, প্রশ্নোত্তর... সাইটের মতো সাইট বানিয়েও এড বিক্রি করে টাকা ইনকাম সম্ভব।
* সাইট তৈরি করে বহুমুখী ধান্ধাবাজি করেও টাকা ইনকাম সম্ভব।
সহজ কোনো উপায় নেই বললেও চলে, তবে বাংলাদেশে cv রাইটিং, টুকটাক ফটোশপ, টাইপিং..... কাজগুলো করানো বা করার জন্য একটা সাইট থাকলে মন্দ হতো না। এতে দক্ষ বেকারদের পকেটখরচের টাকাটা জোগাড় হওয়ার একটা পথ থাকতো।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯
মো: নিজাম গাজী বলেছেন: তথ্য গুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাট আপনি ভুল ধারনার মধ্যে আছেন। আমি নিজাম উদ্দিন মন্ডল নই। আমি মোঃ নিজাম গাজী। উনি আর অামি এক ব্যক্তি নই। আর নিকও একজনার নয়। ওনাকে মুলত আমি ব্যক্তিগতভাবে চিনিনা। তবে ওনাকে ব্লগে একটু আধটু চিনি। আপনি তো দেখছি আমার সত্তাকে হত্যা করতেছেন। যাহোক ধন্যবাদ।
৫| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: তথ্য গুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাট আপনি ভুল ধারনার মধ্যে আছেন। আমি নিজাম উদ্দিন মন্ডল নই। আমি মোঃ নিজাম গাজী। উনি আর অামি এক ব্যক্তি নই। আর নিকও একজনার নয়। ওনাকে মুলত আমি ব্যক্তিগতভাবে চিনিনা। তবে ওনাকে ব্লগে একটু আধটু চিনি। আপনি তো দেখছি আমার সত্তাকে হত্যা করতেছেন। যাহোক ধন্যবাদ। - অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক দুঃখিত। আসলে আমি মোবাইল পেজে ছিলাম। তাই প্রোফাইল না দেখে "নিজাম গাজী মণ্ডল" ভেবে কথাগুলো বলেছি।
আবারো আন্তর থেকে দুঃখপ্রকাশ করছি ভাইয়া। ভালো থাকবেন।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি ভুল বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। শুভকামনা।
৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগ লেখে টাকা আয় করার মত পরিবেশ এখনো তৈরি হয়নি। ব্লগার শুনলেই মানুষ এখনো মনে করে নাস্তিক! বুঝেন ঠ্যালা...
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
মো: নিজাম গাজী বলেছেন: একেবারে ঠিক বলেছেন প্রিয় লেখক। শুভকামনা শতত।
৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সুমন কর বলেছেন: মন্তব্য ৪ এবং ৬ দেখি নিন......
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি দেখে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত
৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫
রাকু হাসান বলেছেন:
বিভ্ন্নি ধরনের মান সম্মত আর্টিকেল লিখে আয় করতে পারেন ,ইংরেজি হলে সে সব সাইটের অভাব নেই ।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮
মো: নিজাম গাজী বলেছেন: কিন্তু ইংরেজীতো ভালো লিকতে পারিনা। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৬
ইব্রাহীম আই কে বলেছেন: আপনার মত আমিও এই ব্যপারটা জানতে চাই।