![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
হলনা দেখা,হলনা কথা,
পেলাম না সুখ,পেলাম না ব্যাথা ।
হলনা চুপি চুপি রিকশায় ঘোরা,
হলনা দর্শন তোমারই চেহারা ।
হলনা তোমার কোমলও কানন হাত দুটি ধরা,
ছিলনা আবেগ,ছিলনা ছড়া ।
পাব কী পাবনা,
এ নিয়ে ছিলনা কোন ভাবনা ।
মৌয়াল না হয়ে সংগ্রহ করলাম ঢের মৌ,
কাজী হল রাজি,এখন তুমি আমার প্রিয়তমা বউ ।
তোমার আমার ভালবাসা চিরকালের বাধানো এক ফ্রেম,
তুমি আমার জীবন মরন,তুমি আমার অবাক প্রেম ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
মো: নিজাম গাজী বলেছেন: ওরকম কিছু বাট ঝামেলায় আছি। ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
মানুষ বলেছেন: আহা কী যে একখান কবিতা
মনে পড়ে যায় ফিল্মের ববিতা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
মো: নিজাম গাজী বলেছেন: ববিতা কি আর সবিতা? ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
আকিব হাসান জাভেদ বলেছেন: হয়েছে বউ
শুনান ছড়া
প্রেম করে তাকে
ভালোবাসা দিয়েন
যেনো সে না পায় ব্যাথা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি প্রিয় লেখক। ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সনেট কবি বলেছেন: গুড
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাজী হলো রাজী, এখন তুমি আমার প্রিয়তমা বউ। অভিনন্দন। এবার বৌভাতের দাওয়াত দেন। সামু ব্লগের সবার পক্ষ থেকে আমি দাওয়াতে আসবো।
এক কবিতায় প্রেম শুরু করে বিয়া সম্পন্ন করে ফেলেছেন। আপনি সার্থক প্রেমিক কবি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
মো: নিজাম গাজী বলেছেন: বউভাত ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেচে প্রিয় কবি ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
চাঙ্কু বলেছেন: অবাক পেমকে সবাক বানান নাইলেতো বউয়ের লগে কথা কইতে পারপেন না।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
মো: নিজাম গাজী বলেছেন: কথাতো কই ভাই ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসায় জড়ায়েছেন নাকি ভাই?