![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
দুজন দুজন যদি হয় চারজন,
তাহলে আমি আর তুমি কতজন?
এক মন, এক মন য়দি হয় দুই মন,
তবে বলো তোমার আমার কয় মন?
আকাশ যদি হয় গগণ,
বলো তোমার আমার তাইলে কি ভিন্ন মন?
গগন ও আকাশ যদিও হয় ভিন্ন,
মনে রেখো তোমার আমার মন অভিন্ন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার মধ্যে থাকলেই এরকম কবিতা বেশি হাতে আসে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
মো: নিজাম গাজী বলেছেন: হাহা। কিন্তু আমিতো সেই প্রেম ভালোবাসার মধ্যে নেই প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ভালোই লেগেছে
একটু টাইপো হয়েছে ভাইয়া, ঠিক করে নিন "এক মন যদি হয় দুইমন"
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক/লেখিকা ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কাব্য ।