![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
প্রথম রাতে আমার গৃহে তোমায় স্বাগতম হে প্রিয়তমা,
সব ভালবাসা আজ তোমায় দিয়ে দেবো যা আছে আমার বুকে জমা।
তুমি অমার ছিলে বড় অচেনা কিন্তু আজ তুমি আমার সহধর্মীনি,
শুভ হোক তোমার আমার আজকের এই পবিত্র রজনী।
সৃষ্টিকর্তার লিখন হয়নি খন্ডন,
তাইতো হয়েছে প্রিয়া তোমার আমার চির বন্ধন।
তোমার শশুর শাশুড়িকে ঠিক ততটুকুই সম্মান করবে যা তাদের উপযুক্ত,
সবার সাথে এমনভাবে কথা বলবে যেনো তা হয় যুক্তিযুক্ত।
আশা করি স্বামীর প্রতি তোমার সব সময় সম্মান থাকবে,
স্বামী হিসেবে আমার ভালবাসা তুমি সবসময় পাবে।
আজকে রাতে বড় ভালো লাগে তোমার নিরবতা,
জানি তুমি লজ্জায় বলতেছো না কোনো কথা।
চলো মোরা দুজনে মিলে করি সৃষ্টিকর্তার প্রার্থনা,
তোমার আমার ভালবাসায় যেনো পূর্নতা পায় আরাধনা।
জানি তুমি অনেক ক্লান্ত,তাই এখন ঘুমাই,
আগামীকাল আবার অনেক কথা হবে,বাই বা
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সনেট কবি বলেছেন: সুন্দর
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
আরোগ্য বলেছেন: সুন্দর লিখেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজী ভাই
চমৎকার !!
লিখতে থাকুন
খাতা ভরে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা শতত।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: বেশ প্রানবন্ত।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
প্রশ্নবোধক (?) বলেছেন: ঘুমিয়ে বাসর রাত কাটাবেন?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
মো: নিজাম গাজী বলেছেন: হাহা। প্রথম রাত তো তাই একটু ছাড় দিতেই হবে। ক্লান্ত তো তাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা শতত।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent