![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সেযে রান্নাঘরে কান্না করে,
কেমন করে দেখি তারে?
বুকের মধ্যে দহন বাড়ে,
কস্ট দেয় মোর প্রিয়ারে।
আমি দিবানিশি ঘুরে বেড়াই,
তারে দেখার জন্য হই যে চড়াই।।
কিন্তু দেখা যে পাইনা তার,
প্রিয়া মোর সইবে আর কতো প্রহার?
মোর সখি শুধু রান্নাঘরে,চোঁখ মুছে আর কান্না করে।
কেমন করে পাই প্রিয়ারে,ভাবি দিবানিশি।
কেমন করে এমনভাবে ভালবাসা পিষি?
প্রিয়ার যদি দেখতাম মুখ,
পেতাম আমি স্বর্গের সুখ।।
কিন্তু কেমন করে দেখি তারে?
সেযে রান্নাঘরে কান্না করে।।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
তারেক ফাহিম বলেছেন: পিয়াজের গন্ধে??
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
মো: নিজাম গাজী বলেছেন: পিযাজের গন্ধেতো আছেই বটে তবে আরো অনেক গন্ধেও
ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১
সাগর শরীফ বলেছেন: হাহাহা !
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০
মো: নিজাম গাজী বলেছেন:
ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: হা হা হা ।
প্রিয়া থেকে অনেক দূরে আছেন নাকি?
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮
মো: নিজাম গাজী বলেছেন: হ্যা দূরে। কাছাকাছি থেকেও অনেক দুরে। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১
মো: নিজাম গাজী বলেছেন: হ্যা মোটমোটি
ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: পিঁয়াজের ঝাঁঝের গন্ধেই কান্না করে। পুরুষ মানুষেরা খুবই কম বুঝে।
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫
মো: নিজাম গাজী বলেছেন: রাইট। আপনিও কি রান্না ঘরে কান্না করেন নাকি?
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বাকপ্রবাস বলেছেন: তারেক ফাহিম বলেছেন: পিয়াজের গন্ধে??
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
মো: নিজাম গাজী বলেছেন: পিয়াজের গন্ধেতো আছেই বটে তবে আরো অনেক গন্ধেও
ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: রান্নাঘরে খুবই কম যাওয়া হয় ভাইয়া।
০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মো: নিজাম গাজী বলেছেন: ওহ আচ্ছা। কম যাওয়া হলে ওতো মাঝে মধ্যে তো যাওয়া হয়? যাহোক বেশি করে রান্নাঘরে কান্না করতে যাবেন এবং অনেক ভালো থ্কবেন
৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: রান্নাঘরে আমি যাব রান্না করতে। আর পেঁয়াজের গন্ধ আমি সহ্যই করতে পারিনা। বাসায় যখন স্যারের কাছে পড়তাম, তখন মা রান্নার কাজে পেঁয়াজ কাটলে আমার তো ঝাঁঝের গন্ধে চোখ থেকে পানি পরতো আর স্যার ভাবতো আমি কাঁদছি। জিজ্ঞেস করতো তোমার কি হয়েছে?
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮
মো: নিজাম গাজী বলেছেন: হায় হায় মাবুদ। বিয়ে হলে কি করবেন? স্বামীকে রান্না করে খাওয়াতে হবেনা?
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।