নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পরাজিত ভালবাসা

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১




প্রিয়া গেছেতো সে হারিয়া,
লাভ কি হবে তারে স্মরিয়া?
আশার ভেলা বাজে অবেলা,
ভালবাসার নিকুঞ্জ প্রভাতের চরম অবহেলা।
পুস্পের সখি হাতে সাজে রাখি,
মনে পরে তাকে নেই যে কিছু বাকি।।
সয়নে স্বপনে দেখি তাহারে,
নিষ্পাপ ভালবাসা কী এভাবেই হারে?
প্রিয়া আসিবে তো সে ফিরিয়া, এই হলো মম আশা,
না আসিলে হবেতো মোর পরাজিত ভালবাসা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: ছবিটা ভালো লাগেনি।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা ভালো হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.