নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক মন, কখন কি লিখি!

নাফিউল

আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

নাফিউল › বিস্তারিত পোস্টঃ

কবিতার নামঃ শিতের সকাল।

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪


শীতের সকাল,কুয়াশার ভোর,
সুপ্রভাতে খুলিয়া দেখি দোর,
শীত উষ্ণ জড়াইয়া ধরে মোর।
তাকাইয়া দেখি সামনের দিকে সবি যেন লাগে সাদা,
কৃষ্ণ বর্নের ভেড়াটাও যেন দেখায় অপরূপা।

যাইতেছিলাম মসজিদ দিকে, তাকাইয়া দেখি পিছু,
একজন গাছি যাইতেছে মাঠে লইয়া সাথে কিছু।
ডাক দিলাম তারে বলিলাম গাছি নামাযটা যাও পড়ি,
বলিলো গাছি ব্যস্তযে আছি হয়ে গেছে বহু দেরি,
ফিরিতে হবে বাড়ি খুবি তাড়াতাড়ি নিয়েযে রসের হাড়ি।

কথাটাযে শুনে মনে ব্যাথা নিয়ে গেলাম যে নামাযে,
কত মানুষ জানি পড়িয়া নামায যাইতেছে কাজে।
এমনও যদি হতো,গাছি গাছ থেকে পরিয়া গেছে মারা,
কিবা হতো তার রসের হাড়ি, সবি হতো সর্বহারা।

কাজের জন্য যারা ধর্মকে দিয়ে বাদ গড়েছে রাজপ্রসাদ,
তারাকি জানেনা তাদের মরনে তাদের নেই কোন হাত।
চল কাজের চেয়ে ধর্ম বড় গাহি এই সত্য গান,
সবার উপরে সবচেয়ে বেশি ধর্মকে দিই সম্মান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

নাফিউল বলেছেন: জীবনে প্রথম কোন ব্লগে কবিততা লিখলাম।
নিয়ম কানুনন তেমন জানিনা।কেউ সহযোগীততা করলে খুশি হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.