![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেশ আমি স্বাধীন ,
মুক্ত আমার প্রান ,
ভ্রোমোরের ন্যায় ঘুরতে পারি
নিতে পারি শত ঘ্রান ।
তাকিয়ে দেখি ইতিহাসের দিকে ,
ছিল এমন এক সময় ,
যেদিন ছিলাম বড় কষ্টে
বন্দি পাখির ন্যায় ।
পাক বাহিনীর কথা মতো
করতে হতো কাজ,
তাদের ভালো লাগার জন্য
সাজতে হতো সাজ ।
ছিলনা কোন স্বাধীনতা ,
ছিলনা কিছু বলার ,
নিজের ইচ্ছা মত
ছিলনা কিছু করার ।
মেনে নেইনি মোরা ,
করেছিলাম সংগ্রাম,
স্বাধীন করেছিলাম দেশ
দিয়েছিলাম প্রান ।
তাইতো মোরা আজ স্বাধীন
মুক্ত পাখির ন্যায়,
বলতেও পারি, লরতেও পারি
দেখলে কোন অন্যায়।
©somewhere in net ltd.