নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুর্বর মস্তিষ্কের স্বত্বাধিকার।

ভাইয়া

কিছু দেয়ার সামর্থ আমার নেয়, প্রত্যাশা না করাটাই সর্বত্তম।

ভাইয়া › বিস্তারিত পোস্টঃ

আমি কি করব !!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

সত্যি বলছি, আজ আমার প্রেমিকার গায়ে হলুদ আর কাল তার বিয়ে। আমি কিভাবে ভুলে থাকব ???? :((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কাজে মন দিন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

ভাইয়া বলেছেন: কোন কাজেই মন বসছে না। :(( :(( :(( :(( :(( :((

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: ভালো তো ... ভালো না ??? পরশু থেকে নব উদ্যমে নতুন গার্লফেন্ড খুজতে লেগে যাবেন... খামাকা কারো জন্য কষ্টিত না হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন.... ডিজুজ যুগে তো আর দেবদাস হওয়া যাবে না ... :)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

শাহরিয়ার খান রোজেন বলেছেন: প্রথম কয়েকদিন খারাপ লাগবে। তারপর আস্তে আস্তে সয়ে যাবে। আপাতত নিজেকে কাজে ব্যস্ত রাখুন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

ভাইয়া বলেছেন: ঠিক ভাই। এখন সব ঠিক

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

পাকাচুল বলেছেন: আপনার গার্লফ্রেন্ড কি ডেন্টিস্ট?

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

ভাইয়া বলেছেন: না ভাই। ক্যান ?

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২

স্বপনচারিণী বলেছেন: কংগ্রাচুলেসন। নতুন জীবনে আপনাকে স্বাগতম। যে আপনার হলনা সে তো কখনো আপনার ছিলই না। আর, কান্নার ইমো দেখেতো মনে হয় না যে দুঃখে আছেন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

ভাইয়া বলেছেন: আসলেই খুব দুক্ষে ছিলাম।

ইমো কি কম হয়ে গেছে ?

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

পাইলট ভয়েচ বলেছেন: ভাই ধরা খাইতে খাইতে বেচে গেছেন!!! আল্লাহ এর কাছে দোয়া করেন। বড় বাচা বেচেছেন!

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

ভাইয়া বলেছেন: কথা কিন্তু হাছা কন নাই মিয়া ভাই।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

কােয়স বলেছেন: আসেন আমরা ১ খান সংগঠন বনাই - "লাভ কায়দা নে্টওয়ার্ক" অথবা "লাভেবান"
এর কাজহবে যেখানেই প্রেম ছাড়া বিয়ে হবে সেখানেই বোমা হামলা (আত্মঘাতি =p~ =p~ =p~ :P :P :P )

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

ভাইয়া বলেছেন: কায়েস ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

জাহিদ হাসান বলেছেন: আহারে !

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

গর্জন ওয়ারিওর বলেছেন: পররন সাইটে গিয়া মোন ভোরে খেচেন

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

ভাইয়া বলেছেন: পররন কি ?
সাইট কি ?
খেচেন কি ?

বুঝতে চাচ্ছিনা।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

রসায়ন বলেছেন: রিয়েল লাভ করে থাকলে উনারে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেন ! :)

এটা কোন মশকরা না, আমি সিরিয়াস !

নাহয় উনিও নতুন জামাইয়ের সাথে ম্যাচ করতে পারবেন না আর আপনিও কষ্ট পাবেন খা-মা-খা !!!

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

ভাইয়া বলেছেন: পালাইয়া তো করতে পারি। কিন্তু মা-বাবার কথা ভেবেই তো করতেছি না।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

দি সুফি বলেছেন: লোল

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

ভাইয়া বলেছেন: হাছাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.