![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথায় গত বেশ কিছু দিন ধরে ইন্ডিয়া ভ্রমনের বাসনা ঘুরতেছে। মোটামুটি সাইজের একটা প্ল্যানিং ও করে ফেলছি। যার সংক্ষিপ্তরুপ ঃ ঢাকা - রংপুর - শিলিগুড়ি- দার্জিলিং - নিউ দিল্লী - সিমলা - মানালী - নিউ দিল্লী - আগরা - কলকাতা - ঢাকা।
ঢাকা থেকে রংপুর সীমান্ত দিয়ে শিলিগুড়ি হয়ে দার্জিলিং। দার্জিলিং ৩ দিনে থেকে নিউদিল্লী হয়ে সিমলা। সিমলা ২ দিন থেকে মানালী। ফেরার পথে নিউদিল্লী হয়ে আগরা। আগরার তাজমহল দেখে কলকাতা হয়ে ঢাকা।
তবে প্রধান উদ্দেশ্য দার্জিলিং আর মানালী ভ্রমনের। মাঝখানে যদি আগ্রার তাজ ই যদি না দেখি তো পুরো ইন্ডিয়া ভ্রমন ই তো মাটি।
যাদের পূর্বে এই স্থান গুলোর ভ্রমনের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ চাচ্ছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
ভাইয়া বলেছেন: উনার ফেবু আইডি টা বলবেন প্লিজ। আমার জানা নাই।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
আশমএরশাদ বলেছেন: http://www.shobdoneer.com/arshad/52973
http://www.shobdoneer.com/arshad/45639
http://www.shobdoneer.com/arshad/42975
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২
ভাইয়া বলেছেন: খুব কাজের জিনিশ। কিন্তু পর্ব ২ কই ?
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭
শাহাদাত_১৩ বলেছেন: সবই বুঝলাম। কিন্তু, আপনি যদি বাই রোডে যান তাহলে তো একই বর্ডার ব্যাবহার করতে হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
ভাইয়া বলেছেন: ওমা তাই নাকি। এটা জানতাম না তো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
রহমান জর্জ বলেছেন: ডিটেইল জানতে চাই। পদাঙ্ক অনুসরণে আগ্রহী। তবে পরে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২
ভাইয়া বলেছেন: কিসের ডিটেইল ?
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
ঢাকাবাসী বলেছেন: দার্জিলিং টু দিল্লি সিমলা! কঠিন হবে। ভারত ভ্রমনের সাথে দার্জিলিং মেলালে অসুবিধা হবে। দিল্লি দেখতেই ২/৩ দিন আগ্রা তিনদিন, জয়পুর যোধপুর যাবেননা? হতাশ করছিনা। ম্যাপ আর ট্রেনের শিডিউল নিয়ে বসুন। মাথা খারাপ হয়ে যাবে। দুমাস আগে প্ল্যান করতে হয়, ট্রেনের টিকিট করতে হয়। খোজ নিন। বাকি ঘোরবার সিস্টেম জানা কোন কঠিন না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
ভাইয়া বলেছেন: ১ম কথাঃ ট্রেইনের টিকেট দুমাস আগে কিভাবে কাটব ?
২য় কথাঃ মাথা অলরেডি খারাপ হয়েই আছেরে ভাই।
দার্জিলিং টু সিমলা আসলেই খুব খুব কঠিন হবে। যত টুকু বুঝতেছি, দার্জিলিং থেকে সিমলা পোঁছাইতেই ৪ দিন লাগবে কমপক্ষে। মেইন সমস্যা, আমরা তিনজন যাব। ১ জন দার্জিলিং এর পক্ষে, আমি সিমলা মানালির পক্ষে আর বাকি জন উভয় পক্ষে।
আগ্রা তে শুধু তাজ দেখব। ট্রেনের টিকেট সম্পর্কে কিছু বলেন না ভাই, কিভাবে কি করি ??
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
লিখেছেন বলেছেন: +
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫
ভাইয়া বলেছেন: থ্যাঙ্কস ।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
শাহাদাত_১৩ বলেছেন: আর একটা কথা। এত বাজেট এর ট্যুর। অন্য কোন দেশ ঘুরে আসতে পারেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
ভাইয়া বলেছেন: আমার তো মনে হয় ৩০,০০০-৪০,০০০ এর মধ্যে হয়ে যাবে বাই রোড এ। আপনার কি মনে হয় ? কত লাগতে পারে।
গত কোরবানির ঈদ নেপাল করেছিলাম। ১৫ দিন ছিলাম, আমার মোট ৬৫,০০০ টাকা খরছ হইছে। ঐ তুলনাই তো কম ই মনে হয়।
এরপর ও অন্য কোন দেশ ঘুরে আসা যায়, পরামর্শ দিন।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
আবু শাকিল বলেছেন: ব্লগার ঘুড্ডির পাইলট কলকাতায় আছেন।উনার ফেবু লিনকু নক করে বিস্তারিত জানতে পারেন।