![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা গোল। যেখানেই যাই এই গোলের মধ্যেই ফিরে আসতে হবে।আর আমি যেখানে সেখানেই গণ্ডগোল।
চাঁদের বুড়ি ও আমি
নকীব মাহমুদ
কালকে রাতে হঠাত দেখি দূর আকাশের গায়
সাদা রঙের শাড়ি গায়ে
ঝুনঝুনাঝুন নুপুর পায়ে
চাঁদবুড়িটা বারে বারে আমার দিকে চায়।
ওমা!একি বলে বড়ি-
দে এন দে সোনার চুড়ি
সঙ্গে রুপার বালা!
“কোথায় পাবো সোনার চুড়ি?
আমার আছে ছোট্টঘুড়ি
নিতে পারো আছে আরো
বেলি ফুলের মালা”।
শুনে বুড়ি ভীষণ খুশি
নাচতে নাচতে নিজের নাকে
মারলো নিজেই জোরসে ঘুসি!
তাইতো ব্যথায় বললো বুড়ি-
চাই না রে তোর ছোট্টঘুড়ি
চাই না ফুলের মালা
বাঁচতে হলে জলদি করেে
এখান থেকে পালা!
বলি আমি ওগো বুড়ি
বয়স তোমার নয়শো কুড়ি
এই বয়সে ছাড়ো ওসব
জারিজুরি
কইরো না আর পুরান রুপের
বাহাদুরী!
বুড়ি সেতো রেগে আগুন!
“আমার ভেতর আছে যা গুন
তাতেই বা রে কম কিসে!”
“ না বুড়ি মা! বলছি না তা
তুমি তো রে চন্দ্রমাতা
তোমার কি আর হয়রে রুপের তুল!
ক্ষমা করো আমার কথাই ভুল”
শুনে বুড়ি মুচকি হাসে
বসলো এসে আমার পাশে
রাখলো হাতে হাত
এমন করেই কাটলো আমার
কালকে সারা রাত।
©somewhere in net ltd.