নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি। ঘোরাঘুরি করি। লেখালেখি করি...এইতো

নকীব মাহমুদ

পৃথিবীটা গোল। যেখানেই যাই এই গোলের মধ্যেই ফিরে আসতে হবে।আর আমি যেখানে সেখানেই গণ্ডগোল।

নকীব মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার গল্প-- (কিশোর কবিতা)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

স্বাধীনতার গল্প
নকীব মাহমুদ

তোমার মতো আমারো ঠিক সময় ছিলো
সূর্যধোয়া টকটকা লাল সকাল ছিলো
তোমার মতোই কাটতো সকাল আলিফ বা–তায়
আঁকাছিলো হাজার ছবি মনের খাতায়
প্রজাপতির পিছু পিছু অনেক দূরে
কাটতো সময় রাখাল ছেলের বাঁশির সুরে

বিকেল হলে খেলার মাঠে
কিংবা ধরো পুকুর ঘাটে
নদীর পাশে
সবুজ ঘাসে
দস্যি ছেলের সময় কাটে৷

ইচ্ছে ছিলো ইচ্ছে হলেই হারিয়ে যাবো অনেক দূর
কিন্তু আমার স্বপ্নগুলো পুড়িয়ে দিলো একাত্তুর

মেশিন গানের খই ফুটিয়ে পঁচিশে মার্চ রাতে
হায়নাগুলো আসলো তেড়ে অস্র নিয়ে হাতে
গ্রামের পরে গ্রাম পোড়ালো মাঠের পরে মাঠ
জমিজমা সব পোড়ালো পুড়িয়ে দিলো হাট

তোমার মতো আমারো ঠিক বুকভরা সব স্বপ্ন ছিলো
রাত্রি হলে লক্ষ তারার ঝলমলে অই আকাশ ছিলো
ঝিঝিপোকার সন্ধে ছিলো ডাহুকডাকা দিনগুলো সেই
পঁচিশে মার্চ সব হারালাম সেদিনগুলো এখনতো নেই৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.