নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি। ঘোরাঘুরি করি। লেখালেখি করি...এইতো

নকীব মাহমুদ

পৃথিবীটা গোল। যেখানেই যাই এই গোলের মধ্যেই ফিরে আসতে হবে।আর আমি যেখানে সেখানেই গণ্ডগোল।

নকীব মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ছেলেটা মরে গেলো অকালে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

""কিশোর কবিতা""

ছেলেটা মরে গেলো অকালে
নকীব মাহমুদ

"""""""""""""""""""""""""""""""""""""""""""
একদিন আলো ঝলোমলো খুব রদ্দুরে
পরিযায়ী পাখিদের মতো ঠিক উড়ে উড়ে
এসেছিলো ছেলেটা
শহর থেকে অনেক অনেকটা পথ দূরে
সবুজের দেশ আমাদের এই রূপপুরে৷

চোখে সানগ্লাস
হেডফোন কানে
আভিজাত্যের ছোঁয়া সারা গায়!

কিন্তু কী অবাককথা!
রাত হলে সেই ছেলেটা
জোছনার আলো মেখে গায়ে
অতি ধীর পায়ে—
হেটে বেড়ায়
গাঁয়ের এ পথে ও পথে
এ গলি সে গলি
আর
দূরের নির্জন নদীপাড়!

ছেলেটা ফুল ভালোবাসতো প্রজাপতির ওড়াউড়ি
ছেলেটা পাখি ভালোবাসতো পাখির মতো ঘোরাঘুরি
ছেলেটা খেলতে ভালোবাসতো গলা ছেড়ে গাইতে—
ভালোবাসতো আড্ডা- গল্প- কথা
ছেলেটা উঠেছিলো গ্রামের এক মেসে
যেখানে ভীষণ নির্জনতা!

একদিন হঠাৎ খবর আসে
টিভিতে ছেলেটার ছবি ভাসে
হাতে ছুরি! আহা ছেলেটাও মৃত!
অথচ ছেলেটা ফুল ভালোবাসে!!

আহারে শরতের রোদমাখা সকালে
ছেলেটা মরে গেলো খুববেশী অকালে!

:::::: যেই ছেলেগুলো আজ জঙ্গিতে জড়িয়ে যাচ্ছে৷ নির্মমভাবে মানুশ খুন করছে, হয়তো সেই ছেলেগুলোও এক সময় পৃথিবীটা— ফুল— পাখি ভালোবাসতো! কিন্তু কি আশ্চর্য! ছেলেগুলো শেষ পর্যন্ত মানুশ খুন করলো!!

যারা ফুল ভালোবাসে তারা কি কখনো মানুশ খুন করতে পারে?

নিবরাস, এ কী করলে তুমি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.