নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি। ঘোরাঘুরি করি। লেখালেখি করি...এইতো

নকীব মাহমুদ

পৃথিবীটা গোল। যেখানেই যাই এই গোলের মধ্যেই ফিরে আসতে হবে।আর আমি যেখানে সেখানেই গণ্ডগোল।

নকীব মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কবি ও কবিতা: বিজয়ের প্রেরণা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

কবি ও কবিতা: বিজয়ের প্রেরণা
নকীব মাহমুদ :

কবিতা, যার মাঝে রয়েছে ঝর্ণার অপরূপ দৃশ্য। সুরের ঝংকার। ছলাৎ ছলাৎ, ঝণাৎ ঝণাৎ ছন্দের মাতম। পাখিদের কিচির মিচির। তারাদের লুকোচুরি। কবিতা, যার মাঝে রয়েছে জীবনের জয়গান। কবিতা হলো সাহিত্যের এক অন্যতম শাখা। কবিতার মাধ্যমে মনের গহিনে বাস্তবতার তুলি দিয়ে অংকন করা যায় সুন্দর জীবনের স্বপ্ন। আগামি প্রজন্মের ভবিষ্যত। কবিতার প্রতিটি ছন্দে ফুটে ওঠে মনের না বলা কথাগুলো। মনের মাঝে লুকিয়ে থাকা বিশ্বজয়ের বর্ণিল স্বপ্নগুলো। কবিতার মাধ্যমে অতি সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা যায় একটি বিশাল ঘটনাকে। একটি বৃহত্তর মহান জীবনীকে। কবিতার মাঝে রয়েছে টক, মিষ্টি, ঝাল প্রভৃতি স্বাদের সফল মিশ্রণ। কবিতা হলো সাহিত্যের এক নন্দিত শিল্পের নাম। কবিতা আমাদের †চতনার মশাল। প্রতিবাদের ভাষা, বিজয়ের অনুভূতি।

আমাদের ইসলামী সাহিত্যাঙ্গনে অনন্য প্রতিভার ফুলঝুরি নিয়ে আগমন করেছেন অনেক কবি-সাহিত্যিক। যাদের আগমনে আমরা গর্বিত। গর্বিত আমাদের পুরো সাহিত্যাঙ্গন। গর্বিত মুসলিম সমাজ। তাদের মধ্যে অন্যতম একজন হলেন, কবি কাজী নজরুল ইসলাম। যার কবিতার প্রতিটি লাইনে আছে বিশ্ব জয়ের স্বপ্ন। আছে বিদ্রোহ। আছে সাম্য-মৈত্রীর সফল দাবি। আর আছে অপরূপ সুন্দরের হাতছানি। এছাড়া আরও যারা যারা বাংলা সাহিত্যকে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী সভ্যতাকে সফলতার স্বর্ণ চূড়ায় উঠিয়েছেন তাদের মধ্যে কবি ফররুখ আহমেদ, কবি কায়কোবাদ, কবি গোলাম মোস্তফা অন্যতম। আজ তাদের আলোয় আলোকিত আমাদের সাহিত্যাঙ্গন। দেশ, সমাজ ,সবকিছু। তাই আজ তারা আমাদের দেশের গৌরব। গৌরব মুসলিম সমাজের।

এছাড়াও পৃথিবীর অনেক দেশই বিখ্যাত ইসলামী কবি-সাহিত্যিকের জন্ম দিয়েছেন। যাদের আগমনে আজ আমরা গর্বিত। যাদের পদধুলিতে ধন্য পৃথিবীর সকল সাহিত্যাঙ্গন। এক্ষেত্রে কবি আল্লামা শেখ সাদীকে সর্বাগ্রে স্মরণ করতে হয়। তার অনন্য সৃষ্টি বিশ্ব বিখ্যাত কাব্যগ্রন্থ গুলিস্তার জন্য আজও তাকে পৃথিবীর মানুষ মনে রেখেছে। যার কবিতা মুসলমানদের ভাবনার গভীরতাকে স্পর্শ করে যায়। যার যাদুময়ী কাব্য-ছন্দের তালে মুসলমানদের হৃদয় হয়ে ওঠে ছন্দময়।

ইসলামী সাহিত্যাঙ্গনে আরও যারা তাদের কবিতার ছন্দের দ্যোতনায় কাঁপিয়ে তুলেছেন পুরো বিশ্বকে তাদের মধ্যে কবি আল্লামা ইকবালের নাম সর্বাধিক স্মরণীয়। এছাড়াও আরও অনেক কবি-সাহিত্যিক আগমন করেছেন আমাদের এই পৃথিবী নামক ছোট্ট গ্রহে। যারা গেয়ে গিয়েছেন জীবনের জয়গান। করে গিয়েছেন প্রতিনিয়ত সত্যের আহ্বান।
আমাদের গর্বের অনেক অনেক কবি-সাহিত্যিকই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছেন পরপারে। কিন্তু আজও পর্যন্ত হারিয়ে যায়নি তাদের অপরূপ সেইসব সৃষ্টিকর্ম। হারিয়ে যায়নি তাদের হৃদয়ের সুর। আজও তারা লুকিয়ে লুকিয়ে সুগম করছেন আমাদের বিজয়ের পথ। তারা অপেক্ষা করছেন ইসলামী সাহিত্যাঙ্গনে উজ্জ্বল প্রতিভাদীপ্ত নতুন কবি-সাহিত্যিকদের জন্য। আমরা কি পারবো তাদের অপূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণতার চাদরে আবৃত করতে? সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে? দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে? আমাদেরকে পারতেই হবে! নিতে হবে পৃথিবীর ভার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.