![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ আছে যাদের কাছে গেলে
অনেকদিনের হেরে যাওয়া মন ধুয়ে যায়।
এই মানুষ গুলোর সংস্পর্শে একবার এলে সেখান থেকে প্রস্তান করাটা আর সহজসাদ্ধের মধ্যে থাকে না... যেমন ধরো, কোনো সন্তান কে যদি পরিবার থেকে তেজ্য করে দেয় তারপরও কিন্তু সম্পর্ক চুত্য সন্তান তার পিতামাতা এবং পরিবারের সাথে মন থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে না, যত হার্ড লাইনের সিচুয়েশনই হোক না কেনো সে কোন না কোন সময় তার পরিবারের কাছেই ফিরতে চায় (ঠিক তার পরিবারও দিনের কোনো এক ভগ্নাংশ সময়ে তাই চায়)। আবার কোন দেশের নাগরিক কে যদি নির্বাসন বা দেশ থেকে বের করে দেয়া হয় উক্ত নাগরিক যত বড়ই দেশদ্রোহী বা দেশের জন্য ক্ষতিকারক হোক না কেনো তারপরেও দেশের প্রতি তার যে টান, মাটির প্রতি যে মমত্ব সেটাও সে অনুভব করে এবং কোনো এক সময় ফিরে আসার জন্য আংশিক হলেও ব্যকুল হয়।
সম্পর্ক এবং ভালোবাসার থাম্রুল সবসময়ই একটু আলাদা হয় ! কারণ এদের আগমনের রাস্তাটাও ভিন্ন (জন্মসুত্রে প্রতিটা মানুষই একটা পরিবার ও একটা দেশের অংশীদার হয়ে জন্মগ্রহন করে বলে এই দুইয়ের প্রতি মানুষের উইকনেস মৃত্যুবধি থাকবে সেটাই সাভাবিক)।
কিন্তু একটা মানুষ সাথে যখন আর একটা মানুষের প্রচলিত সম্পর্কের বাহিরে (কিছু সময় স্রতের বিপরিতে) গিয়ে একটা স্বর্গীয় বন্ধন সৃষ্টি হয় আর সেখান থেকে যদি অন্তত একটিবার নাম না জানা কোনো সুগন্ধি বের হয়ে আসে আর সেই সুবাসে যদি বারবার নিজেকে ডুব পাড়িয়ে রাখতে ইচ্ছে হয় তাহলে সেই সম্পর্কের তীরটা সরাসরি জন্মসুত্রের নাভি মূলে গিয়ে বিদ্ধ করে।
তখন অধিকার না থেকেও জন্ম নে্য অধিকার। এবং ধীরে ধীরে উভয়ের স্পর্শকাতর স্থান গুলো অবমুক্ত হয় উভয়ের প্রবেশের জন্য (কালের গর্ভে এরকম সহস্র হাজার কুঠি সম্পর্ক হয়েছে মানুষে মানুষে এবং যুগ যুগ ধরে হতে থাকবে)। কিন্তু এই সম্পর্কগুলোও যখন কোন কারণে ছিন্ন হয় তখন শুধু দুইটা মানুষের সপ্নই বিলীন হয় না সাথে দুইটা মনও চুর্ণ হয়ে যায় আর আমরা মানুষ বলেই ঐ সম্পর্কর কাছেই বারবার ফিরে যেতে চাই।
প্রায় সময় রক্তের আত্বীয় কে পাশ কাটিয়ে থাকা যায় কিন্তু হৃদয়ের আত্বীয় কে পাশ কাটিয়ে থাকা যায় না।।
২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭
নির্বাক কয়েদী বলেছেন: আমার প্রথম পোষ্টের প্রথম কমেন্টকারী হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০
ফুলফোটে বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯
জেন রসি বলেছেন: প্রায় সময় রক্তের আত্বীয় কে পাশ কাটিয়ে থাকা যায় কিন্তু হৃদয়ের আত্বীয় কে পাশ কাটিয়ে থাকা যায় না।।
চমৎকার বলেছেন।
২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩
নির্বাক কয়েদী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ।
২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪
নির্বাক কয়েদী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪২
ফুলফোটে বলেছেন: আসলে-ই!!!!!