নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণ, শ্রেণী ধর্ম নয়, মানুষকে মানুষ হিসাবেই দেখা উচিৎ।\nযারা দেখে তাদের কে স্বাগতম।

নির্বাক কয়েদী

নির্বাক কয়েদী › বিস্তারিত পোস্টঃ

আজব মানুষ...!!!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৪

আমরা সব সময় নিজেকে অন্যের আয়না দিয়ে দেখতে যতটা না সচ্ছন্দবোধ করি।
ঠিক ততটাই নিজের আয়নায় নিজেকে দেখার অনীহাবোধ পোষণ করি।
প্রাণী জগতে হয়তো মানুষই একমাত্র জীব; যার নিজেকে অন্যের পাল্লা দিয়ে মাপার প্রবণতা প্রখর।
আমরা ভুলে যাই, প্রতিটা মানুষের ভিতরেই একজন করে ক্রিয়েটর বাস করে ;
এবং সেই সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা সম্পর্কে খুব কম মানুষেই ওয়াকিবহাল।
প্রায় সময় নিজের প্রতিবন্ধকতা নিজেই তৈরি করি আমরা
আর এরকম করে চলতে চলতে একটা সময় আসে যখন জীব থেকে হয়ে যাই নির্জীব'
তখন আর নিজের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা ছাড়া কিছুই করার থাকে না।

" সহজ মানুষ ভজে দেখ,
দেখি মন
দিব্য জ্ঞানে "

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.