নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণ, শ্রেণী ধর্ম নয়, মানুষকে মানুষ হিসাবেই দেখা উচিৎ।\nযারা দেখে তাদের কে স্বাগতম।

নির্বাক কয়েদী

নির্বাক কয়েদী › বিস্তারিত পোস্টঃ

কবি নজরুল এবং একটি মৃত্যুবার্ষিকী

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সাম্য-মানবতার কবি, প্রেমের কবি, বিদ্রোহের তূর্যবাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ৷ এই সুবাদে শহীদ মিনার থেকে নাট্যমঞ্চ, রাজপথ থেকে ফেসবুক সর্বত্রব্যাপী চলছে শোক যজ্ঞ। বাঙালী আর কিছু না পারলেও একটা জিনিস খুউব ভালো পারে; পৃথিবীর আর কোথাও হয়তো বাঙালীদের মত "দিবস" পালনে এত পটু না!! তা যে দিবসই হোক না কেনো।
আমাদের সমাজ ব্যবস্থার একটা বিশেষ রোগ আছে, তাহলো আমরা যা ধারন করি না সেটাই নির্লজ্জের মতো প্রসব করে ফেলি। আজ সারাটাদিন অনলাইলে, অফলাইনে বহুবার দেখলাম, কবি নজরুল ইসলাম কে ধর্মের কবি বলে প্রচার করতে, তাকে উল্লেখিত ধর্মের জন্যই সৃষ্টি করা হয়েছে এমনও কথা অকপটে বলে ফেলতেছে অনেকেই !!!
সেন্স অফ হিউম্যনিজম থাকা অবস্থায় কবি কখনই নিজেকে একটি গুষ্টির বা একটি ধর্মের কবি হিসেবে কখনই নিজেকে পরিচয় দেন নাই। তার বহুমুখী লেখায় তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান কে যতটা না প্রাধান্য দিয়েছেন তার চেয়ে বেশী প্রাধান্য দিয়েছেন অসাম্প্রদায়িক একটি সমাজের উপর। আর এটা করতে গিয়ে নিজেকে ইশ্বরের সাথেও তুলনা করেছেন তার লেখায়, হ্যা ! তিনি হাম, নাত কেরাত, গজল সহ বিভিন্ন হিন্দুয়ানী গানের জনক তার মানে এই নয় তিনি একটি সম্প্রদায়ের এজমালি কবি !! এর একটি যথোপযুক্ত উদাহার হলো, কবির সান্তানদের নাম : তাঁর চারটি সন্তানের নাম রেখেছিলেন হিন্দু মুসলমানের মিলিত ঐতিহ্য ও পুরানের আলোকে৷ তাঁর প্রথম সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মুহাম্মদ৷ বাকিদের নামকরণ করা হয়; অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ৷'' এই নামগুলি বিশ্লেষণ করলেও কবির ধর্মানুরাগ সম্পর্কে সামান্যতম ওয়াকিবহাল হওয়া যায়।
কাউকে ভালোবাসা দোষের কিছু নয়, তাই বলে তার সম্পর্কে পুরপুরি না জেনে তার দৃষ্টি ভঙ্গি কে বিকৃত করার রাইট কারোর নেই।।

"জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াৎ করছে জুয়া
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া।
......
জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল
তাই কি ভাই ভাঙতে পারে ছোঁওয়া ছুঁয়ির ছোট্ট ঢিল?
যে জাত-ধর্ম ঠুনকো এত
আজ না হয় কাল ভাঙবে সে তো৷
যাক না সে জাত জাহান্নামে রইবে মানুষ নাই পরোয়া৷"
__কাজী নজরুল ইসলাম

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৪

নির্বাক কয়েদী বলেছেন: ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজী নজরুল ইসলাম শুধু মুসলমানের কিংবা শুধু হিন্দুর কবি নন, তিনি মানবতার কবি । তাঁর লেখাগুলো সেই মতই প্রকাশ করে ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৩

নির্বাক কয়েদী বলেছেন: ঠিক বলেছেন দাদাভাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.