নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণ, শ্রেণী ধর্ম নয়, মানুষকে মানুষ হিসাবেই দেখা উচিৎ।\nযারা দেখে তাদের কে স্বাগতম।

নির্বাক কয়েদী

নির্বাক কয়েদী › বিস্তারিত পোস্টঃ

মরার দেশে ভালো লাগে না .।.।.।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২

২২ লাখ চাকরী জীবির বেতন-ভাতায় যদি ৭০ হাজার কোঠি টাকা খরচ হয়, তাহলে এর বিনিময়ে সাধারণ নাগরিকেরা কী সেবা পাচ্ছে, তা অবশ্যই জানাতে হবে...
আমাদের দেশের সব থেকে বড় সমস্যা জবাবদিহিতার কোন বালাই নেই এ দেশে (বিশেষ করে আমলাদের)। যার যেমন খুশি সে সেভাবেই চলছে, রাস্তা থেকে শুরু করে রাষ্ট্রের কর্ণধার সবাই চলছে খেয়াল খুশি মত ; উল্টোপথে ।
এক একটা বছর যাচ্ছে দেশে বেকারত্ব সমস্যা প্রকট হচ্ছে, বেসরকারি চাকুরে দের অবস্থা অন্যান্য উন্নয়নশীল দেশের থেকে আরও নিম্নে ।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে বেকারত্ব বাড়ার হার ৩ দশমিক ৭ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করছে প্রায় ২৭ লাখ । এর মধ্যে চাকরি পাচ্ছে মাত্র ৭ শতাংশ। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার প্রায় ৪০ ভাগ বেকার। কর্মসংস্থান বৃদ্ধির হার মাত্র ২.২ ভাগ। এতে আংশিক বেকারের সংখ্যাই বেশী হচ্ছে দিন দিন। এর সমাধান দেবে কে?

উপমহাদেশের মধ্যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শোষণ নীপিরন নির্যাতনের হেন চ্যপ্টার নেই যা অতিবাহীত করে নাই, সেই ভাস্ক ডি গামার ভারতবর্ষ আবিস্কার থেকে শুরু করে আরব বণীক দের বিলাসিতা, নীলকর দের শোষণ-নির্যাতন, ডাচ-বৃটীষদের দাসত্ব হয়ে পাকিস্তানের ধর্মীয় শাষণ শোষণ এবং দসত্বের অবসান এবং বর্তমান দেশের অবস্থান সে নতুন মদে পুরাতন বোতলই বারবার রিভিউ হচ্ছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: পুরাতন বোতলে রিভিউ করাহচ্ছে তবু বোতলটা আর কখন পরিস্কার করাহচ্ছে না

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

নির্বাক কয়েদী বলেছেন: পরিস্ককার করবে টা কে? যে জনগণের করার কথা সেই জনগণ আজ পণ্য !!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

চল পাখি বলেছেন: সরকারে কাছে বেকার সমস্যা কিছু না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.