![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জাতিকে ধ্বংস করতে চাইলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো. . এই জঘন্য কজটায় হয়ে আসছে আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে। প্রাইমারী লেভেল থেকে ধাপে ধাপে দেশের সর্বচ্চ শিক্ষা মাধ্যমে কত সুক্ষ্ম ভাবে (অথচ প্রকাশ্যেই) এই জঘন্যতম বীজ ছড়িয়ে দিচ্ছে। তারপরও জাতি নির্বাক।
আমার মনেহয় ; আমরা বাঙালী জাতি কি চাই তাই এখনো আমাদের কাছে ক্লিয়ার না !!
এই জাতির কাছে ত্রিশ লাখ স্বপ্নভোলা মানুষের আত্মত্যাগ এবং দুই লাখ নির্যাতিত মা বোনের সম্ভ্রম হানিসহ যুদ্বের স্থায়িত্ব 'নয় মাস খুবই যৎসামান্য একটি বিষয় !!! (তা না হলে ৪৪ বছর পর দেশটা এরকম নষ্টনীড় এ পরিণীত হত না)।
আচ্ছা ধরেন দেশটা এখনো কোন স্বজাতি বা বে-জাতী ভাইদের উপনিবেশ ; অথবা জাম্বু, কাশ্মীর বা ফিলিস্তিনি দের মত যুদ্ধবিগ্রহ বছররের পর বছর পেরিয়ে যুগও অতিবাহিত হত, তাহলে একজন বাঙালী হয়ে আমি/আমরা কি করতাম? আমার খুব জানতে মন চায়??
যদি এভাই চলতেই থাকে তাহলে বাংলাদেশ অতি শীগ্রই করাপশন কান্ট্রি হিসাবে পরিচিত হতে যাচ্ছে বিশ্ব দরবারে এটা পরিষ্কার !
আমার চিন্তাটা এখানে না অবাক লাগে তখন যখন ভাবি যেখানে গুটি কতক শিক্ষিত মানুষ পরাধীন থেকে একটা উপনিবেশ রাষ্ট্রকে স্বাধীনতার লাল দিগন্ত উন্মোচন করে দিয়েছিলো অথচ আমরা কতটা অভাগা, যে আমরা স্বাধীন দেশে বাস করে কয়েক কোঠি শিক্ষিত জনগোষ্ঠী তাদের সেই লাল সবুজের পতাকার সাথে বেঈমানি, নিমকহারামি করতেছি !!
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
নির্বাক কয়েদী বলেছেন: যারা শিক্ষাকে বানিজ্যে রুপ দান করছে আজ কাল আদালত পাড়াটাও তাদেরই দখলে। আর বাংলাদেশের আন্দলনে বর্তমান দেশপ্রেম নেই আছে ব্যক্তি স্বার্থ এবং দল প্রেম।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
কোনটা বেইমানী, কোনটা নিমখারামী?
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ অলরেডি দুনিয়াতে করাপশনে প্রথম সারির একটা, প্রায়ই চ্যাম্পিয়ন হয়। আর পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট শিক্ষাব্যাবস্হা এদেশেই। এশিয়ার প্রথম সেরা ৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনটার নাম গন্ধও নেই।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০০
নির্বাক কয়েদী বলেছেন: ঠিকই বলেছেন। এর থেকে কি উত্তরণের পথ আমাদের নেই??
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯
গেম চেঞ্জার বলেছেন: আশংকিত আমিও । তবে সরকারের ওপর দোষ না চাপিয়ে আদালতের/আন্দোলনের আশ্রয় নেয়াই সমীচীন হবে ।