নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণ, শ্রেণী ধর্ম নয়, মানুষকে মানুষ হিসাবেই দেখা উচিৎ।\nযারা দেখে তাদের কে স্বাগতম।

নির্বাক কয়েদী

নির্বাক কয়েদী › বিস্তারিত পোস্টঃ

খেয়ে এলাম \'সাত রঙের চা

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১১

সিলেট আসবেন, সিলেটে থাকবেন অথচ 'সাত রঙের চা' পান করবেন না
তাহলে তো সিলেট আসা, থাকাটাই বৃথা। ছয় মাস ধরে সিলেটী হরেক পদের খাবার
আর নানান আঞ্চলিক ভাষার সাথে পরিচিত হতে হতে অবশেষে আজ গিয়েছিলাম
সাত রঙের চা পান করতে। প্রতিটা কালারের স্তরেই আলাদা স্বাদ আলাদা ফ্লেবার।
যদি কখনো সিলেট আসেন খেয়ে যাবেন অবশ্যই।
না খাইবেন তো পস্তাইবেন :D

বিঃ দ্রঃ কড়া লিকার, চিনি কম, চিনি ছাড়া এবং কাচা পাতি খোরেরা দূরে থাকুন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর মত জঘন্য কোন পানীয় ইতিপূর্বে খেয়েছি বলে তো মনে হয় না। বরং আমার পরামর্শ থাকবে সিলেটের মত এত চমৎকার একটা শহরে বেড়াতে এসে দারুন সব প্রাকৃতিক দৃশ্য দেখে কেন এই জাতীয় একটি অখাদ্য খাওয়ার স্মৃতি নিয়ে ফেরত আসতে হবে??

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭

নির্বাক কয়েদী বলেছেন: তাহলে বলতে পারি দিল্লি কা লাড্ডু.।। খাইলেও পস্তাবে না খাইলেও পস্তাবে.।.।.।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: দশবছরেও এর নাম শুনি নি।।

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪২

জসিম বলেছেন:
অনেক দিন থেকেছি. শ্রীমঙ্গলও যাওয়া হয়েছে অনেক বার. কিন্তু এই পদ টেস্ট করেছি বলে মনে পড়ে না.
কারো ভালো লাগতে পারে. ঘুরতে গেলে স্থানীয় খাবারের স্বাদ নেয়া যেতে পারে. তবে, ভ্রমণের চেয়ে এই বহুপদী চা নিয়ে চর্চা ভ্রমণের মজা্টাই নষ্ট করে দিতে পারে.

কাল্পনিক_ভালোবাসার মন্তব্যের দ্বিতীয় অংশের সাথে একমত.

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: এ নিয়ে পজিটিভ এবং নেগেটিভ দু'টোই শুনি.... /:) কি যে করি.. :(

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমিও খেয়েছি সিলেটে । ৭টি রঙে রঙধনু যেন ।দাম একটু বেশি এই যা ।

আর খেয়ে মানুষ থেকে মহামানব হয়ে গেলাম । !:#P

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

নির্বাক কয়েদী বলেছেন: হেসে দিলাম দাদা ভাই

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

রানা আমান বলেছেন: শ্রীমঙ্গল এ নীলকন্ঠ কেবিন এর সাত রঙের চা খেয়েছিলুম , দিল্লি কা লাড্ডু ই বটে, খেয়ে পস্তাতেই হলো ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

রানা আমান বলেছেন: আমার ড্রাইভার আগেই সর্তক করেছিলো , "স্যার খইয়েন না, এ্যককেরে ভাতের মাড় " । সদুপদেশ কখনো কানে তুলিনি জীবনে তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.