![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পোড়া অভিশপ্ত পৃথিবীতে
ভালো মানুষ খুব কম জন্মায়।
বিপ্লবীরা তো এখন আর জন্মায় না বললেই চলে"
ভালো থাকুন ফিদেল কাস্ত্রো।
আপনি শুধু কিউবার নন; আপনি সমগ্র পৃথিবীর নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের মাথা উচুকরে দাড়ানোর আদর্শিক অস্ত্র। সাম্রাজ্যবাদী বুর্জোয়া শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমাজতন্ত্রের যে লাল ঝাণ্ডা আপনি উঁচিয়ে ধরেছিলেন তা কিউবার আকাশ ভেদ করে আজ পৃথিবীব্যাপী বিস্তৃত হয়েছে, দীপ্তি ছড়িয়েছে; আপনি কি তা দেখতে পারছেন....
.
আমরাও একদিন আপনার কিউবার মত সপ্ন দেখেছিলাম, আমরাও একদিন সমাজতন্ত্রের আদলে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। সেই সপ্ন কে লালন করতে গিয়ে তিরিশলক্ষাধিক মানুষ অকাতরে প্রাণ দিয়েছিলো দেশের তরে। মানুষের মৌলিক অধিকার- খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা -এর লড়াইয়ে এত রক্ত লাশ পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই!
আমাদের স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিলো। আমরা একটি সংবিধানের মালিকও হয়েছিলাম; যাতে সমাজতন্ত্র থেকে ধার নেয়া অনেক কিছুই সন্নিবেশিত হয়েছিলো; এখনো আছে। কিন্তু কিছু নষ্ট রাজনীতি নষ্ট মানুষ আমাদের সপ্ন'টাকে অংকুরেই বিনিষ্ট করেছে!!
আমরা এখনো স্বপ্ন দেখি! হ্যা পঁয়তাল্লিশ বছর পূর্বের বাস্তবায়িত স্বপ্ন এখনো প্রতিদিন দেখি আমরা; একদিন এই দেশটা মানুষের হবে এই স্বপ্ন টা পঁয়তাল্লিশ বছর ধরে বয়ে বেড়াচ্ছি আমরা!!
.
আমরা ভালো নেই কমরেড;
আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।
লাল সালাম*
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
কিউবার মানুষ হেইতি, ডোমিনিকান, মেক্সিকো বা ব্রাজিলের থেকে ভালো করেছে; তবে, ফিদেল একরোখা না হলে, আরও ভালো করতো।