![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এমন একটা দেশ-
এখানে অশিক্ষত'রা রাজনীতিক
বিবেকহীন'রা সুশীল;
বি সি এস ক্যাডার'রা ঘুষখোর হয়
দুইদিন পরেই আসতেছে বিজয়ের মাস। বিজয়ের কেতনে ছেয়ে যাবে দেশ; অথচ এই কেতনে থাকবে না কোন গৌরব; থাকবে না কোন আত্মমর্যাদা!!
.
পঁয়তাল্লিশ বছর ধরে রক্ত স্নাত বাঙলার পথে প্রান্তরে, প্রতি ইঞ্চি মাটির পদদেশে যে গ্লানির স্তুপ জমেছে তা থেকে কি আদৌ মুক্তি মিলবে বাঙালীর??
|
বঙ্গবন্ধু হত্যার সাত দিন পরের ঘটনা- (খুনি) মোস্তাক'কে মুজিব হত্যার কারণ জিজ্ঞেস করলে সে নিরুত্তাপ ভাবে বলেছিলো- কালের প্রয়োজনে জাতির সঙ্কটময় মহুর্তে এ হত্যাকান্ড ঘটেছে; যথা সময়ে এদেশের মানুষ ব্যাপার টা জানতে পারবে।" জাতি খুনি মোস্তাকের কথা নির্বিকার থেকে মেনে নিয়েছিলো ঠিকই! কিন্তু কোন সুদত্তর এখন পর্যন্ত মেলে নি! (যা পাওয়া গেছে তা- নষ্ট ক্ষমতা, ভ্রষ্ট রাজনীতির নামান্তর)।
সেই পঁচাত্তর থেকে নামে-বেনামে সঙ্কটে-স্বার্থে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষনের সিরিয়াল তিন-চার বছরের শিশু থেকে আরম্ভ হয়েছে; জাতি নির্বাক নিরুত্তাপ ভাবলেশহীন থেকেই গেছে! একাত্তরের নির্ভিক জাতি আজ কাপুরুষ; ভাবলেই গা ঘিনঘিন করে ওঠে।
একাত্তরে স্বাধীনতা যুদ্ধ'কে বিচ্ছিন্ন ঘটনা আখ্যায়িত করে প্রচার করেছিলো পাকিস্তান এবং তাদের এদেশীয় মিত্ররা; আর আজ প্রতিটা মানবতাবিমুখ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনায় রূপ দিচ্ছে স্বাধীন বাংলার রাষ্ট্র চালক'রা।
.
[তবে কি বাঙালী হয়ে জন্মানো ও বিচ্ছিন্ন ঘটনা?]
কবি বলেছেন-
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী, স্বাধীনতা - একি হবে নষ্ট জন্ম ? একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ? জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন। বাতাশে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ - চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসেনা..
©somewhere in net ltd.