![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি রাখতে।
উৎসর্গ: বাংলাদেশ সাইবার আর্মির সকল মেধাবী সাহসী যোদ্ধাদের।
বাংলাদেশ এবং ভারতীয় সাইবার আর্মির ‘সাইবার ওয়্যার এ এখন বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। একইসাথে’ বেশ গুরুত্বের সঙ্গে বিষয়টিকে নিয়েছে আন্তর্জাতিক হ্যাকার কমিউনিটিগুলো। একাধিক আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ইতিমধ্যে বাংলাদেশী হ্যাকার গ্রুপের পক্ষ নিয়েছে বলে জানিয়েছে ‘ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রুপের একজন মডারেটর। প্রিয় টেক কে তিনি বলেন, আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ জেডএইচসি এবং দ্যা হ্যাকার আর্মি ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাছাড়া বাংলাদেশী হ্যাকাররাও বেশ দক্ষ। ভারত তাদের সীমান্ত হত্যাকাণ্ড না থামালে আমরা পুরো ভারতের সাইবার স্পেস কে ‘হেল’ বানিয়ে দিবো।
বিশ্বের সবচেয়ে বড় এবং আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসও বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে কাজ করবে বলে ইতিমধ্যে তথ্য পাওয়া গেছে। তবে অ্যানোনিমাস অফিসিয়ালি কোন ভিডিও প্রকাশ করেনি বা তথ্য দেয়নি। এ ব্যাপারে বাংলাদেশী ব্লাকহ্যাট হ্যাকার গ্রুপের একজন মডারেটর জানান, অ্যানোনিমাসের শীর্ষস্থানীয়দের থেকে ইতিমধ্যে আমরা সম্মতি পেয়েছি।
-----------------------------------------------------
অ্যানোনিমাস যদি যোগ দেয় ইন্ডিয়ার সাইট গুলোর অস্তিত্ব সঙ্কটে পরবে ।
-----------------------------------------------------
দেখি এবার ইন্ডিয়া সীমান্ত হত্যা বন্ধ না করে কই যায় ; আমাদের সাথে একাত্মতা ঘোষণা করায় এইসব বিদেশী হ্যাকারদের জানাই মনের গভীর থেকে শ্রদ্ধা।
Untraceable
এই মুভিটা বেশ ইন্টারেস্টিং। মুভিতে দেখা যায় একজন রহস্যময়/অচেনা লোক কিছু নির্দিষ্ট মানুষকে বন্দী করে নিয়ে আসে। তারপর তাদের এক আজব পদ্ধতিতে মারার জন্য ব্যবস্হা করে। আজব কারণ সে সেই বন্দীদের ইন্টারনেটে লাইভ স্ট্রিমিং করে এমনভাবে সব গুছিয়ে রাখে যাতে যত বেশী হিট ওই ওয়েবসাইটে হবে আস্তে আস্তে ওই লোকটি ততই মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আমেরিকার প্রশাসনের সব কম্পিউটার বিশেষজ্ঞরা সেই সাইটটি বন্ধ করে দেয়ার জন্য চেষ্টা চালাতে থাকে। কিন্তু কোনভাবেই পারছে না তারা সেই কাজটি করতে।
stagevu download link
Sneakers
এই মুভিটির গল্প একদল কম্পিউটার বিশেষজ্ঞ দলকে নিয়ে। যাদের কাজ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্হাকে আরো উন্নত করা এবং চেক করে দেখা। কিন্তু একদিন তাদের কাছে আমেরিকার গোয়েন্দা সংস্হা থেকে কিছু অফিসার আসে। তারা তাদেরকে বলে ‘ব্ল্যাক বক্স’ নামের খুব দরকারী ও গোপনীয় একটি সরকারী ফাইল তাদেরকে বের করে দিতে। ফাদে পড়ে তারা বাধ্য হয় কাজটি করতে। কিন্তু সেই কাজটি করার পর কাহিনী অন্যদিকে মোড় নেয়। সবার জীবন বিপন্ন হয়ে উঠে।
ব্লগার মুনতার সৌজন্যে
টরেন্ট লিংক
Live free or die hard
এটা তো মারাত্মক একটি মুভি। দেখে ফেলেছেন মনে হয় সবাই। না দেখা হলে দেখে ফেলুন। চরম একটি মুভি। কম্পিউটারের স্বয়ংক্রিয় ব্যবহারে অভস্ত্য আমেরিকার উপর এক ভয়ানক টেররিস্টদের দল আক্রমণ চালায়। হ্যাকিংয়ের মাধ্যমে তারা সবকিছু প্রায় দখল করে ফেলে। দেশের সরকার এবং সবাইকে জিম্মি করে ফেলে। আমাদের সবার প্রিয় অফিসার John McClane সেই দলটিকে ধ্বংস করার কাজে ঝাপিয়ে পড়ে। জটিল।
torrent download link
Takedown
এই মুভিটি সত্য কাহিনীর উপর নির্মিত। Kevin Mitnick নামের একজন বিখ্যাত হ্যাকারকে নিয়ে এই মুভি। সে একজন বেশ প্রতিভাবান কম্পিউটার জিনিয়াস এবং হ্যাকার। প্রায়ই নানা জায়গায় সে কারণ-অকারণে হ্যাক করে থাকে। ভালোই চলছিলো সব। কিন্তু একদিন সে আরো বড় চ্যালেন্জিং কিছু করার জন্য computer crimes expert Tsutomu Shimomura এর কম্পিউটার হ্যাক করে ফেলে। ঘটনা তখন আর সাধারণ দিকে থাকে না। জমে উঠে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক মজার খেলা।
Mediafire links: part 1 part 2 part 3 part 4
WarGames
বেশ ভালো মুভি। মুভিটির কাহিনী একজন তরুণ কম্পিউটার জিনিয়াসকে নিয়ে। হঠাৎ করেই একদিন সে গেম খেলতে খেলতে আমেরিকার নিউক্লিয়ার বোমার নিয়ন্ত্রণকারী সুপার কম্পিউটারের মাঝে প্রবেশ করে ফেলে। কন্ট্রোল তার হাতে চলে আসে। কিন্তু সে ব্যাপারটি বুঝতে পারে না। সাধারণ একটি কম্পিউটার গেম মনে করে সে খেলতে থাকে। এদিকে তার এই কাজে আমেরিকা এবং রাশিয়ার মাঝে অনেক কিছু ঘটতে শুরু করে। পৃথিবী এগিয়ে যেতে থাকে ৩য় বিশ্বযুদ্ধের দিকে। দারুণ মুভি।
stagevu download link
Eagle Eye
সমগ্র আমেরিকার নিরাপত্তা ব্যবস্হা এখন স্বয়ংক্রিয়। ‘Eagle Eye’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রাম এখন সবকিছু দেখে। বেশ ভালোভাবেই চলছিলো সব। কিন্তু হঠাৎ করে সেই প্রোগ্রামের একজন অফিসার সন্দেহজনকভাবে মারা যায়। তার যমজ ভাইও কিছু না জেনে ফাদে পড়তে থাকে। সাথে যোগ হয় আরেকজন মহিলা। তাদেরকে ব্ল্যাকমেইল করা হয় কিছু কাজ করার জন্য। গোয়েন্দাসংস্হার লোকজন তাদের হন্য হয়ে খুজতে থাকে। কিন্তু কেউই বুঝতে পারে না আড়ালে খুব শক্তিশালী একজন সবকিছুর কলকাঠি নাড়ছে। খুব ভয়ংকর তার পরিকল্পনা।
torrent download link
Antitrust
Milo নামের একজন জিনিয়াস কম্পিউটার প্রোগ্রামারকে নিয়ে এই মুভি। ভার্সিটি থেকে বেরিয়ে সে খুব বিখ্যাত এবং বিশাল বড় একটি কোম্পানীতে চাকরী নেয়। সেই কোম্পানীর বস তার সবসময়ের আইডল। হঠাৎ করে একদিন তার খুব ঘনিষ্ঠ বন্ধু খুন হয়। সেই খুনের ঘটনাটি আরো বিস্তারিত জানতে গিয়েই চমকে দেয়া অনেক কিছু হাজির হতে থাকে তার কাছে। বুঝতে পারে কাউকে বিশ্বাস করা উচিত নয় আর। তার জীবনের পিছনেও লেগে যায় একদল।
ব্লগার ক্লিকবাজ বের করে দিলেন লিংক......
Mediafire links: part 1 part 2 part 3 part 4 part 5 part 6 part 7
The Score
Nick একজন পেশাদার অপরাধী। জেল থেকে ছাড়া পাবার পর সে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসার চিন্তা করে। কিন্তু এমন সময় তার কাছে খুব বড় একটি কাজের অফার আসে। করবে না ভেবেও সে লোভে পরে কাজটি হাতে নেয়। খুব বড় এবং বিপদজনক একটি কাজ। কিন্তু করতে পারলে টাকা পাওয়া যাবে অনেক। এজন্য দরকার খুব প্রতিভাবান একজন কম্পিউটার হ্যাকার। সব কিছু গুছিয়ে কাজটি করার জন্য রওনা হয় সবাই। তারপর ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়ে নেয়।
Mediafire links: part 1 part 2 part 3 part 4 part 5 part 6 part 7 part 8
Swordfish
গল্পটি দূর্ধর্ষ একটি অপরাধীর দল এবং একজন কম্পিউটার জিনিয়াসকে নিয়ে। তারা সেই কম্পিউটার জিনিয়াসকে ব্ল্যাকমেইল করে ধরে নিয়ে আসে। সেই অপরাধীর দল খুব বড় একটি ব্যাংক ডাকাতীর পরিকল্পনা নিয়ে নেমেছে। বিনাদ্বিধায় তারা মানুষ খুন করে ফেলতে পারে। সবকিছু পরিকল্পনা করে তারা সেই কম্পিউটার জিনিয়াসকে নিয়ে ব্যাংক ডাকাতি করতে যায়। কিন্তু সেই দিনটিতে নানা বিপত্তি এবং একেরপর এক ঘটনা ঘটতে থাকে। যতটা সহজে সব হবার কথা ছিলো সেটি আর সম্ভব হয়ে উঠে না। শুরু হয় ভয়ংকর এক খেলা।
Password: 300mbfilms.com
Mediafire links: part 1 part 2 part 3 part 4
Hackers
বেশ মজার মুভি। Murphy ১১বছরের একজন কম্পিউটার জিনিয়স হ্যাকার। মাত্র এই বয়সেই সে একদিনে প্রায় ১হাজারের উপর কম্পিউটার সিস্টেম ক্র্যাশ করে দেয়। এমনকি নিউইয়র্ক স্টক মার্কেটে তার জন্য ৭পয়েন্ট কমে যায়। তাকে গ্রেপ্তার করা হয়। শাস্তি হিসেবে ১৮বছর বয়স হবার আগে তাকে কোন প্রকার কম্পিউটারের সামনে বসার উপর নিষেধাজ্ঞা করে রায় দেয় আদালত। একসময় তার বয়স ১৮ শেষ হয়। কিন্তু আগের সেই নেশা এখনো যায়নি। বরং বেড়েছে। এবার সে আরো কয়েকজনকে নিয়ে বিশাল এক প্রস্তুতি নিয়ে মাঠে নামে।
stagevu download link
The Social Network
আমার খুব প্রিয় এবং বিখ্যাত একটি মুভি। দেখে ফেলেছেন অনেকেই। এই মুভিটি ঠিক হ্যাকিং মুভির মাঝে পড়ে না। হ্যাকিং বলতে একটি ঘটনা প্রথম ৩০মিনিটে কিছুটা ছিলো। Facebook ব্যবহার করেন না এমন মানুষ বর্তমানে খুব কমই আছে। এর প্রতিষ্ঠাতা Mark Zuckerberg কেও সবাই চিনেন। তারই জীবনকাহিনী এই মুভি। কিভাবে Mark ফেসবুক প্রতিষ্ঠা করলেন, কে কে ছিলেন এর পিছনে এবং কি ধরণের বাধার মুখে পড়তে হয়েছিলো তাকে এর জন্য সেটিই দেখানো হয়েছে এই মুভিতে। মাস্ট সি।
Password: urgrove.com
Mediafire links: part 1 part 2 part 3 part 4 part 5
***The Italian Job, The Matrix, Ocean’s trilogy, TRON: Legacy সহ আরো কিছু মুভি এই তালিকায় পড়ে। সময়ের অভাবে, নাম মনে না আসায় এবং কয়েকটি অতিরিক্ত কমন হওয়ায় আর দিলাম না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমিও
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৬
গেমার বয় বলেছেন: অ্যান্টিট্রাস্ট দেখে অনেক মজা পাইসি, আর আনট্রেসেবল ও ভাল লাগসে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: অ্যান্টিট্রাস্ট ডিভিডিতে দেখেছিলাম...মজা আমিও পেয়েছিলাম...কিন্তু এখন লিংক পাচ্ছি না।
আনট্রেসেবল এর কনসেপ্টটা জোস।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৭
রাইসুল জুহালা বলেছেন: এই ধরনের মুভি দেখতে আমার বেশ লাগে। তালিকায় আমার সবচেয়ে প্রিয় দ্য সোশাল নেটওয়ার্ক, তবে আপনার সাথে একমত যে এটা ঠিক হ্যাকিং এর মুভি না। এমনকি আনট্রেসেবলকেও ঠিক হ্যাকিং সংশ্লিষ্ট মুভি বলা যায় না। তালিকার কিছু ছবি এখনও দেখা হয় নাই, দেখে নেব খুব শিঘ্রি।
শততম পোস্টের জন্য অনেক অভিনন্দন নাফিজ। আপনি আমার প্রিয় এবং অনুসরনীয় একজন ব্লগার।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪১
নাফিজ মুনতাসির বলেছেন: আমারও বেশ ভালো লাগে...কিন্তু কেন জানি তেমন খুজে পাচ্ছি না......দ্য সোশাল নেটওয়ার্ক নিয়ে কিছুই বলার নাই...কঠিন জিনিস......দেখে ফেলেন...খারাপ না....
অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৯
অণুজীব বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪২
নাফিজ মুনতাসির বলেছেন:
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৬
বাদ দেন বলেছেন:
কয়েকটা মুভি কমন পড়ে নাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫২
নাফিজ মুনতাসির বলেছেন: ইয়েস
...ফর দ্যা ফার্স্ট টাইম
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৮
দূর্যোধন বলেছেন: দ্যা সোশ্যাল নেটওয়ার্কটাই এগুলোর মাঝে ভালো লেগেছে।অন্যগুলো চলে যাচ্ছে-মানের।ইনফ্যাক্ট আমি এই ভাবে ধরে ধরে মুভি দেখিনাই
অভিনন্দন সেঞ্চুরীর।আমার জন্য দোয়া করবেন,আশেপাশে খালি সেঞ্চুরী,লাখ হিট হয়ে যাচ্ছে,আমি কোথায় পড়ে আছি
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৬
নাফিজ মুনতাসির বলেছেন: দ্যা সোশ্যাল নেটওয়ার্ক এর কথা আলাদা....সমস্যা হলো খুজতে গিয়ে কেন জানি এই টাইপের মুভি পাচ্ছিলাম না ঠিকমতো।
আপনার খুব ভালো জায়গায় পড়ে আছেন। আমাদের ধরাছোয়ার বাইরে
অনেক ধন্যবাদ।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০১
মামুন হতভাগা বলেছেন: বেশিরভাগ দেখছি,শততম পোস্ট প্রিয়তে
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে হতভাগা ভাই।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৪
রুদ্রপ্রতাপ বলেছেন: ১০০ তম পোস্টের শুভেচ্ছা। বেশ কয়েকটি দেখা। একটি নামাইতে দিলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৯
নাফিজ মুনতাসির বলেছেন: এই টাইপের মুভি ভালো লাগলে বাকিগুলোও খারাপ লাগবে না।
অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৭
নিশাচর নাইম বলেছেন: ইগল আই মুভিটা অনেক ভাল লেগেছে।আরো কয়েটি দেখা।দেখি আজেই নামাতে দিব।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১০
নাফিজ মুনতাসির বলেছেন: এই টাইপের মুভি ভালো লাগলে বাকিগুলোও খারাপ লাগবে না।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: শততম পোস্টের অভিনন্দন
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৬
কালো হিমু বলেছেন: সেঞ্চুরির অভিনন্দন।
পুস্টে পিলাচ। +++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৭
মহা ব্লগার বলেছেন: প্রীয়তে
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৮
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন:
সেন্চুরীর শুভেচ্ছা রবিন ভাই।সাথে চরম হিংসার ইমো হইবেক,যদিও আপনি আমার খুব প্রিয় একজন ব্লগার।শুভকামনা রইলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান ভাই......
শুভকামনা রইলো আমারো।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২২
ফেলুদার চারমিনার বলেছেন: ১০০ কইড়া ফালাইলেন?? বাহ বাহ !!!!
হ্যাকিং কইরা আমি আইজকাই ১০০০ পোস্ট দিমু
সেন্চুরীর শুভেচ্ছা রইলো, পোস্টে যথারীতি ++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৮
নাফিজ মুনতাসির বলেছেন: সেন্চুরী হইয়াই গেলো
করেন দেখি হ্যাকিং.....১০০০পোস্টের মালিক কোন সিনেমাপ্রেমী নাই সামুতে........
অনেক ধন্যবাদ বস।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১২
তন্ময়০১৩ বলেছেন: সেঞ্চুরি কইররা ফালাইছেন দেখি !!
৫ টা এখনও দেখা হয় নাই !!!
ধন্যবাদ আপনাকে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: একেবারেই করে ফেললাম এবার সেঞ্চুরি.......
এই টাইপের মুভি ভালো লাগলে দেখে ফেলেন.....
ধন্যবাদ।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৩
বেঈমান আমি বলেছেন: ১০০ তম পোস্টের শুভেচ্ছা।
কবে আমার সেঞ্চুরি হবে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: আপনার কোয়ার্টার সেঞ্চুরি হলো.....সমানে পোস্ট দিতে থাকেন...হয়ে যাবে
অনেক ধন্যবাদ।
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৫
বেঈমান আমি বলেছেন: জ্বি না এতো ইজি না।আমি নয়া এতো তাড়াতাড়ি হবে না
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:০২
নাফিজ মুনতাসির বলেছেন: হ্যাকিং নিয়া পোস্ট মারছি না আজকে
এগুলা দেখে দেখে ট্রেনিং লন তারপর ১দিন ধুম করে বাকি ৭৫টা পোস্ট দিবেন একসাথে হ্যাকিং করে
হ্যাকিংয়ের জয় হোক
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৫৭
নথিকবিডি বলেছেন: এক্টাও দেখি নাই , আফসুস
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: এইটা কি কন ভাই
বিসমিল্লাহ বলে The Social Network, Live free or die hard, Eagle Eye, Swordfish এগুলো দিয়ে শুরু করে দেন.....তারপর আস্তে আস্তে বাকিগুলোও শুরু করেন। ভালো লাগবে আশা করি।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: শততম পোস্টের অভিনন্দন। পোস্টে ভালোলাগা রইলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৩
রেফায়েত হোসাইন বলেছেন: কিউট কালেকশন। হ্যাকার দেখেছি। বাকী গুলো দেখবো। সরাসরি প্রিয়তে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৭
নাফিজ মুনতাসির বলেছেন: কয়েকটি আছে বেশ ভালো মুভি। দেখে ফেলুন।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: জসিলা পোস্ট। মাত্র দুইটা দেখা হয়েছে।
...সেঞ্চুরী পোস্টের জন্য অভিনন্দন!
শুভকামনা রইলো!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: বুঝেছি কোন ২টা......এই টাইপের মুভি ভালো লাগলে বাকিগুলোও দেখে ফেলুন স্বর্ণমৃগ ভাই।
ধন্যবাদ।
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সোশাল নেটওয়ার্ক এখনও দেখি নাই, ইগল আইটা শুধু দেখা। আপনি এত মুভি দেখেন!! আমি সময়ই পাই না
অভিনন্দন!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: The Social Network, Live free or die hard, Swordfish আগে তাড়াতাড়ি দেখেন।
মুভি দেখার সময়ের অভাব হয় না।
ধন্যবাদ।
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১
নাঈম আহমেদ আকাশ বলেছেন: ১০০ তম পোষ্টের শুভেচ্ছা । মাত্র ২ টা দেখা । বাকিটি দেখুম । পোষ্ট প্রিয়তে লইছি । ১২ তম ভালোলাগা ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪
নাফিজ মুনতাসির বলেছেন: এই টাইপের মুভি ভালো লাগলে দেখে ফেলুন.....ভালো লাগবে।
অনেক ধন্যবাদ আপনাকে।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৪
ক্লিকবাজ বলেছেন: এই লন Antitrust এর মিডিয়া ফায়ার লিংকঃ
http://www.mediafire.com/?qm2tmwb2zex
http://www.mediafire.com/?z5oqn2wvwmm
http://www.mediafire.com/?4zjxjhhm2zm
http://www.mediafire.com/?f5jze2zq2ik
http://www.mediafire.com/?zmvtmo2t5zi
http://www.mediafire.com/?ym4dbirzyxn
http://www.mediafire.com/?zjj2o0yajyw
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০২
নাফিজ মুনতাসির বলেছেন: ভাইজান হাজার হাজার হাজার ধন্যবাদ..........এক্ষুণি পোস্টে এড করে দিচ্ছি........
২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭
হাসান মাহবুব বলেছেন: এই টাইপ মুভি দেখা হয় কম। সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া একটাও দেখি নাই।
শততম পোস্টের জন্যে শুভেচ্ছা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: সোশ্যাল নেটওয়ার্ক দেখা থাকলেই এনাফ........
অনেক ধন্যবাদ আপনাকে।
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩২
মাহমুদা সোনিয়া বলেছেন: শেষের চারটা দেখছি, তাও ভাইয়ের চাপে পড়ে!! এখন দেখি এটাই চলতেছে সবখানে!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৭
নাফিজ মুনতাসির বলেছেন: শেষের ৪টা ভালো লাগলে বাকিগুলো দেখতে পারেন। চারিদিকে হ্যাকারদের জয় আজ।
২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৫
মাহমুদা সোনিয়া বলেছেন: শততম পোস্টের অনেক অনেক শুভেচ্ছা!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৫
ব্লুম্যাজিক বলেছেন: Awesome. Star a click korlam!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১
সুস্ময় পাল বলেছেন: সেঞ্চুরী হয়ে গেল ... ... এত্ত তাড়াতাড়ি!
যাই হোক, অভিনন্দন! আপনার পোষ্টগুলো পড়তে ভালোই লাগে। তবে আপনি যদি এই পোষ্টের শুরুতে দেশের বর্তমান সাইবার ওয়্যার নিয়ে কিছু লিখে দেন, পোষ্ট আরো বেশি উপভোগ্য হবে।
শেষ পর্যন্ত সামু আরেকটা 'নাফিস' কে পেল!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: তাড়াতাড়ি হলো আর কই.....২ বছর লেগে গেলো.....
দেশের বর্তমান সাইবার ওয়্যার এর কথা মাথায় রেখেই পোষ্টটি করেছিলাম....কিন্তু পোষ্ট করার সময় ভুলেই গেছি.....দিড়িন এড করে দিবো কিছু.........
অনেক ধন্যবাদ আপনাকে।
৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১
শিশিরের শব্দ বলেছেন: মাত্র ২টা দেখেছি.....
শততম পোস্টের শুভেচ্ছা
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩২
নাফিজ মুনতাসির বলেছেন: ভালো লাগলে বাকিগুলোও দেখতে পারেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
অনিক আহসান বলেছেন: শততম পোস্টের জন্য অনেক অভিনন্দন
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
িনদাল বলেছেন: +++++++++++++ প্রিয়তে
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
বাঁধলেই বাঁধন বলেছেন: দেখেবো
++
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন.........
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
রাকিবুল৯০ বলেছেন: জয়তু, বাংলাদেশ সাইবার আর্মি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০২
নাফিজ মুনতাসির বলেছেন: বাংলাদেশ সাইবার আর্মির জয়....
৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১২
মাকিন বলেছেন: Thanks
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩০
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ।
৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১২
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
আপনার পোষ্টের ২ টা ছাড়া সব মুভিই দেখা!! আর "হ্যাকারস্" মুভিটা আমার পুরাই বিরক্তিকর লেগেছে!!! পোষ্টের জন্য থ্যাংকস!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: হ্যাকার মুভি নিয়ে অনেক সমালোচনা আমিও দেখেছি......কিন্তু বারবার কেন জানি হ্যাকিং সংক্রান্ত কোন মুভির তালিকায় এই মুভিটির নাম চলে আসে.....
অনেক ধন্যবাদ।
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৮
মানবীরকস বলেছেন: ধন্যবাদ লিস্টি দেওয়ার জন্য।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: এরকম মুভি ভালো লাগলে দেখতে পারেন......
৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: আনট্রেসেবল এর কন্সেপ্ট বেশ মডার্ন। আমার কাছে ভালো লেগেছে।
ডাই হার্ড তো বলার অপেক্ষা রাখেনা। ব্রুস উইলিস বস।
ট্রাক ডাউন দেখি নাই, তবে কেভিন মাইটনিক এর একটা ডকুমেন্টারি দেখেছিলাম।
ইগল আই ভালই লেগেছে।
হ্যাকারস এ জোলি কে অন্যরকম লেগেছে।
শোসাল নেটওয়ার্ক ওভার রেটেড লেগেছে কেন যেন।
ঝাকানাকা পোস্ট বন্ধু। এইবার আর সুশিলিয় কমেন্ট করলাম না
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১
নাফিজ মুনতাসির বলেছেন: আনট্রেসেবল, ডাই হার্ড , ইগল আই, হ্যাকারস এসবের সাথে ১০০% একমত......কিন্তু আমার কাছে শোসাল নেটওয়ার্ক একেবারেই ওভাররেটেড মনে হয় নাই।
সুশিলিয় কমেন্ট আবার কি বন্ধু
অনেক ধন্যবাদ।
৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
হাসান যোবায়ের বলেছেন: উৎসর্গ: বাংলাদেশ সাইবার আর্মির সকল মেধাবী সাহসী যোদ্ধাদের।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
নাফিজ মুনতাসির বলেছেন: ১০০% সহমত।
৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৬
কাউসার রুশো বলেছেন: দেখি এবার ইন্ডিয়া সীমান্ত হত্যা বন্ধ না করে কই যায় ; আমাদের সাথে একাত্মতা ঘোষণা করায় এইসব বিদেশী হ্যাকারদের জানাই মনের গভীর থেকে শ্রদ্ধা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৯
নাফিজ মুনতাসির বলেছেন: সবাই চুপচাপ ছিলো বলে মনে করেছে কম্পিউটার জিনিয়াস আমাদের নাই....যা ইচ্ছে করে যাবে......এইবার খেয়েছে মরণ কামড়......আসলেই যদি বিখ্যাত ও দূর্ধর্ষ হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস আমাদের সাথে চলে আসে তাহলে ওদের কপালে বিরাট দু:খই আছে.....
৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩০
কাউসার রুশো বলেছেন: Live free or die hard
Eagle Eye
Swordfish
The Social Network
চারটা কমন পড়লো। দারুন পোস্ট
+++
শততম পোস্টের শুভেচ্ছা নাফিজ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য
এভাবেই লিখতে থাক। সিনেমা দেখতে থাক
একদিন আমরা নাফিজ মুনতাসির নির্মিত চলচ্চিত্র দেখবো
সেই দিনের প্রতীক্ষায় থাকলাম...............
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭
নাফিজ মুনতাসির বলেছেন: এই টাইপের মুভি ভালো লাগলে কয়েকটা বাছাই করে দেখতে পারেন।
নাফিজ মুনতাসির নির্মিত চলচ্চিত্র দেখার সম্ভাবনা একেবারেই নাই.....আমি একদমই এই সেক্টরের লোক না....দেখতে পেলেই খুশি আমি।
অনেক ধন্যবাদ রূশো ভাই।
৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৬
মিরাজ is বলেছেন: দারুণ পোষ্ট। কয়েকটা দেখা।
শততম পোষ্টের অভিনন্দন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৫
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৪
নোবিতা রিফু বলেছেন: মাম্মা, সব লেখা দুইবার করে দেখাইতেসে ক্যান? নাকি আমিই আউলাইয়া গেছি?
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন:
একটু আগে এডিট করতে গিয়ে ভুল করে ফেলেছিলাম ভাগিনা......ঠিক করে ফেলেছি...........
৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৭
স্নিগ বলেছেন: ৪টা কমন পড়লো
Live free or die hard-টিমোথি ওলিফ্যান্টরে চরম লাগসিলো
The Score-এটাই সম্ভবত একমাত্র মুভি যেটাই ডি নিরো ও মার্লন ব্র্যান্ডো একসাথে ছিলেন
War Games-আনকমন কিন্তু ভাল মুভি।সামু থেকে লিঙ্ক পেয়ে মুভিটা দেখেছিলাম
The Social Network-বসের মুভি।স্ক্রীপ্টটা অসাম লাগসিলো।
গেইলের মতো একটা ঝাকানাক শতকের জন্য শুভেচ্ছা নাফিজ ভাই!
এটা 300 হোক
@নোবিতা রিফু, সবই হ্যাকারদের কেরামতি
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
নাফিজ মুনতাসির বলেছেন: যে ৪টা কমন পড়লো সবগুলোই বেশ লেগেছে....যাদের এই টাইপের মুভি ভালো লাগে তাদের আশা করি বাকিগুলোও ভালো লাগবে।
লাভ নাই.....শতক করলেও বহুত দিন লাগছে
বিডি হ্যাকারদের জয় হোক
অনেক ধন্যবাদ।
৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৭
মাহবু১৫৪ বলেছেন: শততম পোস্টের জন্য আপনাকে অভিনন্দন।
৩০ তম ভাল লাগা ।
পোস্ট প্রিয়তে নিলাম সরাসরি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মাহবু১৫৪ ভাই।
৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৮
মুনতা বলেছেন: অভিনন্দন
Sneakers টরেন্ট লিংক
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৬
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ মিতা কাজ ২টির জন্য।
৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫১
ইউসুফ খান বলেছেন: পুরাই সেইরাম পোস্ট। ঝাকানাকা.।.।.।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৮
নাফিজ মুনতাসির বলেছেন: একদম ঝাক্কাস......
৪৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৬
সাকিব বাপি বলেছেন: অসাম পোস্ট ব্রাদার। কইষ্যা প্লাস। প্রিয়তে গেল এক্কেবারে সরাসরি। এক্কেবারে টাইম মত দিসেন পুষ্ট - আমজনতা মুভিখোর আমরা যারা আছি তাদের হ্যাকিং নিয়া উৎসাহ অনেক বাড়ায়া দিব এই পুষ্ট!!
সর্বান্তকরণে সাপোর্ট করি আমাদের হ্যাকারদের।
ব্লাকহ্যাট হ্যাকার গ্রুপ রে দের লাল সালাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমজনতা মুভিখোর আমরা যারা আছি তাদের হ্যাকিং নিয়া উৎসাহ অনেক বাড়ায়া দিব এই পুষ্ট!!
সর্বান্তকরণে সাপোর্ট করি আমাদের হ্যাকারদের।
১০০% সহমত।
লাল সালাম......
অনেক ধন্যবাদ।
৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৬
দিপ বলেছেন: Live free or die hard আর হ্যাকার দেখছি।
টপিকটা মাথা নষ্ট।
মাথা ঠান্ডা করে মুভিগুলো দেখতে হয়।
আর একটু বুঝতে পারলে মজা লাগে।
কিন্তু কথা হলো দেখলে খালি হ্যাক করতে ইচ্ছা করে,
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: আগে তো শুধু দেখলেই হ্যাক করতে ইচ্ছা করতো আর এখন সবার এই বিষয়ে রক্ত গরম আছে.....এখন দেখলে মাথা খারাপ হয়ে যেতে পারে।
৫০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৫
আরজু পনি বলেছেন:
ওয়াও! জটিল অবস্থা!
সম সাময়িক পোস্ট, প্রিয়তে সোজা!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: তাড়াতাড়ি প্রিয়তে নেন....কোন কথা ছাড়া....
৫১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৬
মেহদী১০ বলেছেন: সমসাময়িক পোস্ট ++++++
১০০ তম পোস্টের শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ।
৫২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৯
আরজু পনি বলেছেন:
হ্যাক হওয়ার আগেই প্রিয়তে নিলাম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৬
নাফিজ মুনতাসির বলেছেন: সমস্যা নাই...আমাদেরটা হ্যাক করবে না
৫৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক গুলোর দেখা ,বিশেষ করে ডাই হার্ড ফোর তো প্রায় ই দেখি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন: ডাই হার্ড ফোর রক্স
৫৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০০
ছাইরাছ হেলাল বলেছেন:
শততম লেখার জন্য ধন্যবাদ ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৩
হিমেল হাসান বলেছেন: "খুজিস কোথায় জগত জুড়ে"
welcome to the school of life...ICC world cup ar video তে এই গান টা ব্যাবহার করা হয় ।
এই গানটা খুব দরকার । যদি কোনভাবে খুজে বের করে দিতেন । আমি অনেক খুজলাম কিন্তু নাই
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
নাফিজ মুনতাসির বলেছেন: পাইনা ভাই খুজে.....অনেক খুজলাম
৫৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫০
~মাইনাচ~ বলেছেন: জঠিল একটা পোষ্ট হইছে নাফিস ভাই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৯
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ মাইনাচ ব্রো
৫৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২১
একজন নিশাচর বলেছেন:
পোস্ট এর জন্য ++++
লিস্ট এ SWORD FISH দেখে খুব ভাল লাগছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১২
নাফিজ মুনতাসির বলেছেন: SWORD FISH সেই ক্লাস ৯ এ থাকতে দেখেছিলাম.....পুরাই জোশ মুভি....
ধন্যবাদ।
৫৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আচ্ছা - কখন দেখেন এত ছবি ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১২
নাফিজ মুনতাসির বলেছেন: অফিসে/বাসায়/ক্লাসে অবসর সময় পেলেই.......
৫৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪
লেজকাটা বান্দর বলেছেন: বেশ ভালো পোস্ট। ভালো লাগলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ বস।
৬০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
ব্যর্থ সৈনিক বলেছেন: ++++++++++++++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ।
৬১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
আশকারি রহমান বলেছেন: Ekta namaite dDillaaMm
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: কোনটা ভাগিনা ???
৬২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দুই একটা বাদে বাকি সবগুলিই দেখেছি। নামিয়ে ফেলে দেখে নেবো সময় করে। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: আর বাদ থাকবে কেন......দেখে ফেলুন সব.........
অনেক ধন্যবাদ।
৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
রহস্যপ্রিয় চয়ন বলেছেন: আহ্!!!!!!!! !!!1!!!...।। কি দিলেন!!! ফিদা হইয়া গেলাম!!!
ফেভারিটে...
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: দেখা শুরু করে দেন এবার।
৬৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৩
অর্পণ! বলেছেন:
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন:
৬৫| ১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২০
ভবঘুরে ঈগল বলেছেন: Swordfish টা দারুন লেগেছে ।
১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: Swordfish আসলেই মারাত্মক.....
৬৬| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৯
ঋফায রহমান বলেছেন: File Belongs to Suspended Account. কেন?
১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৯
নাফিজ মুনতাসির বলেছেন:
বুঝলাম না কিসের কথা বলছেন.......যদি স্টাজেভুতে কোন সমস্যা করে তাহলে অপেক্ষা করতে হবে.....ঠিক হতে সময় লাগে কয়েকদিন.......
৬৭| ১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০২
জেনারেশন সুপারস্টার বলেছেন: দারুণ পোস্ট বস!!!ডাই হার্ড ৪,হ্যাকারস আর দ্য সোস্যাল নেটওয়ার্ক ছাড়া একটাও দেখিনি।শততম পোস্টের শুভেচ্ছা
১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৪
নাফিজ মুনতাসির বলেছেন:
দেখে ফেলুন আরো কয়েকটা...........
পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৬৮| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১১
সাইকোপ্যাথ্ বলেছেন: Echelon Conspiracy মুভিটা দেখতে পারেন। আমার কাছে ভালোই লাগসে। অনেকটা Eagle Eye টাইপের।
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: দেখাই হয়নাই......দেখতে হবে.....অনেক ধন্যবাদ.........
৬৯| ০৭ ই মে, ২০১২ সকাল ৭:১৭
খামখেয়ালী বলেছেন: আপনার পুরানো পোষ্ট গুলো পড়তেছি
আপনে ভাই একটা মাল ।
০৭ ই মে, ২০১২ সকাল ১০:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: পড়ে যান পড়ে যান.........আস্তে আস্তে সব পড়ে যান..........
৭০| ১২ ই মে, ২০১২ বিকাল ৪:১৭
developersend বলেছেন: দারুন
১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ............
৭১| ২০ শে মে, ২০১২ দুপুর ১:৪০
কিউপিড৯৫ বলেছেন: ভাল সংকলন
২০ শে মে, ২০১২ দুপুর ১:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ................
৭২| ২১ শে জুন, ২০১২ দুপুর ১:০৬
©অশনি সংকেত বলেছেন:
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৬
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ........
৭৩| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:০৮
তাশা বলেছেন: আরেকটা দেন নাই............. আমিই দিয়া দিলাম............
গেমার
অদূর ভবিষ্যতে এক প্রযুক্তি আবিষ্কৃত হয় যার মাধ্যমে বাস্তব মানুষকে ব্যাবহার করা যায় গেমের চরিত্র হিসেবে। প্রথমে সিমস এর মত মজার গেম দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা ভয়ংকর যুদ্ধভিত্তিক গেমে পরিণত হয়। আর এর জন্য ব্যাবহার করা হয় জেলখাটা অপরাধীদের যাদের ইতোমধ্যে মৃত্যুদণ্ড হয়ে গেছে। কিন্তু এর মধ্যে এক নিরীহ মানুষকে ঢুকিয়ে দেওয়া হয় কৌশল করে। কিন্তু এই মরনখেলা থেকে বের হয়ে আসার কোন পথ নেই। খেলে আসতে হবে পুরো গেম। আর এখানে নেই কোন রিস্টার্ট, পজ বা এক্সিট। খেলতে হবে ফার্স্ট পারসন শুটিং গেম কোন পর্যায়ে না মরে পরপর ৩০ স্টেজ...........আর একেক স্টেজ এর আগের স্টেজের চেয়ে শতগুনে কঠিন............. নিজেই হিসাব করুন মুক্তির সম্ভাবনা কতটুকু।
০১ লা জুলাই, ২০১২ রাত ১২:১৪
নাফিজ মুনতাসির বলেছেন: জেরার্ডের মুভি মিস করলা কেমনে??? নামই জানতাম না.......অনেক ধন্যবাদ মুভির নাম আর রিভিউর জন্য..........দেখতে হবে.........
৭৪| ০১ লা জুলাই, ২০১২ রাত ২:০১
তাশা বলেছেন: এইডা দেহেন নাই??
............. কস্কি মোমিন!!
............. এইডাই একমাত্র দেখসি হ্যাকিং সম্পর্কিত............ উপ্রের একটাও দেহি নাই............
০১ লা জুলাই, ২০১২ দুপুর ১:২৫
নাফিজ মুনতাসির বলেছেন: আর শরম দিয়েন না...........দেখা তো দূরের কথা..........সিরিয়াসলি এইটার নামই আজকে শুনলাম :!>
৭৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৭
ঠিকঠিকি বলেছেন:
৭৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩০
গ্রীনলাভার বলেছেন: আফসোস। সোর্ডফিস, হ্যাকার আর ঈগল আই ছাড়া আর কোনটা দেখি নাই।
৭৭| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪
রঙিনমানুষ বলেছেন: "খুজিস কোথায় জগত জুড়ে"
welcome to the school of life...ICC world cup ar video এর লিংকটা দিলাম। লিংক @ হিমেল হাসান
৭৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভাইজান ! আগে কই ছিলেন ?? আপনেরেই তো খুজতেসিলাম !
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩২
জালিস মাহমুদ বলেছেন: ভালা পাই