![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক দিন আগের কথা ,
এক ছেলে এক মেয়েকে খুব
ভালবাসতো
মেয়েটির ছিল সব প্রেমিকার মত
স্মিথ হাসি,
এরকম হাজারটে প্রেম কাহিনীর মত
হলেও এই প্রেম ভালবাসায় ছিল
ভিন্নতা,
ছেলেটি চেয়েছে মেয়েটি তাকে তার
মত ভালবাসুক,
মেয়েটি চেয়েছে একটু
স্বাধীনতা,একটু গোপনীয়তা|
ছেলেটি চেয়েছে ভালবাসার
কেন্দ্রবিন্দুতে থাকুক,
পুরো পৃথিবী জুড়ে জানুক তাদের
ভালবাসার গভীরতা,
যতটুকু চেয়েছে ততটুকু পায়নি সে,
বেড়ে যেতে লাগলো দূরত্ব,
শূন্যস্থানটি দখলে নিলো অশ্রু আর
যন্ত্রনার নীলেরা,
দূরত্ব
বাড়তে বাড়তে অভিমানেরা চেপে বসলো হৃদয়জুড়ে...
শুরু হলো ভূলে যাওয়ার ব্যর্থ চেষ্টা,
যোগাযোগের সবপন্থা বন্ধ
করে ভূলে যাওয়ার আপ্রাণ
চেষ্টা কেবল কষ্টই
বাড়িয়েছে হাজারগুন,অশ্রুদের
করেছে নিত্যসঙ্গী|
ছেলেটি সুখে থাকতে গিয়ে হলো ঝরণার
প্রতীক, অশ্রু ঝরিয়ে হলো নিঃশেষ|
মেয়েটি এখন অন্য দিগন্ত
দূত্যি ছড়ায়, কখনো ছেলেটির
কথা মনে হলে হয়ত
হয়ে পড়ে হাসিতে আত্নহারা..
ছেলেটি এখনো চাঁদ
দেখতে গিয়ে মেয়টিকে দেখে,পাওয়ার
আশায় এখনো নিত্যদিন পুড়ে মরে..
©somewhere in net ltd.