![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশ্রুসিক্ত নয়নজোড়া, প্রায়ই ভিজিয়ে দেয় দুগন্ড! প্রায়ই তোমার অজস্র কথার ফুলঝুরিতে হারিয়ে ফেলি নিজেকে| কল্পনার চাদরে আকড়ে থাকা কথাগুলো পিছন থেকে পিছনে বহু দূরে নিয়ে যায় আমায়
আমি পারিনা ফিরতে তখন!
কেবল
নীল কষ্টের ভীড়ে নিজেকে হারিয়ে
খুজে পাওয়ার ব্যর্থ চেষ্টা নিদারুন পীড়া দেয়|
কেমন করে অতীত হয়ে গেলে?
আড়ালে থেকে কেবল নীল জোছনায় ভাসালে
©somewhere in net ltd.