নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈসর্গিক পৃথিবীর ধাবমান শেওলা

অপ্রকাশিত কাব্য

নৈসর্গিক পৃথিবীর ধাবমান শেওলা

অপ্রকাশিত কাব্য › বিস্তারিত পোস্টঃ

উন্মাদের হাসি:((

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

চলে কি যাবো দূরে?
হারাবো কি গভীর আধাঁরে?
লুকাবো কি অসীম শূন্যতায়?
না, না..... না!
চলেই তো যেতে পারি আমি
তোমাকে ছেড়ে সহস্র ক্রোশ!
হয়তোবা তার চেয়ে ঢ়ের বেশী।
লুকোতে পারি তোমার চোখের আড়ালে
এমন কঠিনই বা কি
চাইলেই তো লুকাতে পারি।
তোমার থেকে হারিয়েছিই অনেক
ভূলতেই তো পারিনি ক্ষনিক!!
তবে কেন আড়াল হবো?
তোমায় ভূলতে দূরে রবো?
দেখো, এখন থেকে দিব্যি আমি ঘুরবো তোমার চোখের তারায়!
আড়ালে থেকে কিইবা পেয়েছি
ভূলতে তোমায় অশ্রু ঝরিয়েছি
আজ থেকে না হয় হাসবো আমি অসুস্থ হাসি!!
উন্মাদের হাসি!
বড্ড উন্মাদের হাসি!
হা, হা হা... হা
:'( :'( :'(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.