![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো খুজে ফিরি সে অক্ষিযুগল
নিমিষে যে ভালবাসায়
নিমিষে যে কাঁদায়,হাসায়
তিমির শেষে যে অক্ষি প্রাণেতে বহায় বায়ু সুশীতল।
মধ্যদুপুরেও যেথায় দেখেছি প্রেমের অগ্নি।
আকাশের বুকে ডানা মেলা গাঙচিল হয়েও যেন জমিনে করে লগ্নি।
সরলতার চাদরে ঢাকা সে আকুলতা।
নিস্তব্ধ রাতের মতই সেদিন প্রাণে জাগিয়ে ছিল মাতালতা।
সে অক্ষিযুগলের ভাষা আমি পড়েছি
নীরবে নিভৃতে সে প্রেমে পুড়েছি।
তোমার অজান্তেই তোমারই অক্ষিযুগল বলেছিল, "ভালোবাসি,ভালোবাসি"
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকুন সবসময়
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮
তুষার কাব্য বলেছেন: ভালো লাগা কবিতায়...
শুভকামনা থাকলো।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ, অনিঃশেষ ভালোবাসা জানবেন
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।