![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশান্ত ঢেউ খেলে যায় গহীনে।
তবু তোমাকে নাড়ায় না।
কি সে তোমায় ছুয়ে যায় ক্লান্ত দুপুরবেলা?
আমি মৃত্যুতে সুখী
তুমি জন্মে।
হিসেবের হেরফের তাই আজন্ম দূরত্বেই ঢেলে।
নশ্বর তুমি এ ধরার মাঝে।
শুধু আমাতেই চিরস্থায়ী।
তবু আমি কেন তোমার নয়?
এর জন্য কি নিয়তিই দায়ী?
ছবি: ফেসবুক
০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০
অপ্রকাশিত কাব্য বলেছেন: মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানবেন
২| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৩
ইমরান আল হাদী বলেছেন: চমৎকার হয়েছে,অভিন্দন।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা জানবেন অপরিসীম
৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২০
কানিজ রিনা বলেছেন: ভাল লেগেছে ফুলটা খুব চিনা। উপেক্ষার
ছলে দ্যার্থ প্রেম রয়ে যায় অগচরে।
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪
অপ্রকাশিত কাব্য বলেছেন: উপেক্ষারা মিলে মিশে একাকার। ফুল টিরর নাম অজানা
৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৫
রায়হানুল এফ রাজ বলেছেন: আমি মৃত্যুতে সুখী
তুমি জন্মে।
-ভালোই লিখেছেন।
১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবমসময়
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৬
মার্কো পোলো বলেছেন:
কবিতা ভাল হয়েছে।
ভাল লাগলো।