![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
বালিকা,
আর কতকাল অপেক্ষায় রাখার পর
তোমার একটা দিন আমাকে দেবে?
একটি পূর্ন দিন, যেদিন শুধু তুমি আমার হবে।
তারপর,
তারপর আমরা ঘুরে বেড়াবো, কুয়াশা রোদ্দুর
আর চন্দ্রমুখী মাঠে, তোমার খোপায় বেলীফুল
হাতে ভালবাসা মাখা আমার হাত, কোলাহল
পেরিয়ে আমরা হেটে যাব অনন্ত পর্যন্ত।
ফিরে আসার আগে আমরা
বেহুলা লখিন্দরের বাসর সাজাব।
বালিকা,
একটা পূর্ন ভালবাসার দিন আমার পাওনা থেকে যাবে
যদি না দাও তো হাশরের ময়দান স্বাক্ষী
আমি পেরুবোনা পুলসেরাত
সেদিন দেওয়ার বিনিময়ে আমি আবার
পৃথিবীতে ফিরে আসতে চাইব।
.......................................জিয়া চৌধুরী
১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৬
জিয়া চৌধুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
ঠিক করে দিলাম।
ভাল থাকুন। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: তারপর আমার ঘুরে বেড়াবো, কুয়াশা রোদ্দুর । কবি আমার জায়গাতে আমরা হবে েোধ হয়। সবমিলিয়ে দারুণ হয়েছে কবিতা। ১ম ভাল লাগা ।