নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Zia Chy is a Journalist, Online Activist & Land Law Consultant. Working to rebuild a welfare State.

জিয়া চৌধুরী

আমি বাংলাকে ভালবাসি

জিয়া চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩১

প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা।

মুখোশের অন্তরালে ঢাকা থাকে মুখ

পবিত্র নিস্পাপ মুখোশে দেখা যায়না লোলুপ চাহনি

কালো সানগ্লাসের আড়ালে যেমন দেখা যায়না চোখ।

আড়চোখে তাকায় পাশে হেটে যাওয়া কিন্নরি বুকের দিকে

সেটে থাকে রমণির নিতম্বে, কটিদেশে

অথচ তার ফেসবুক দেখলে মনে হয়, উনি প্রচন্ড নারীবাদি

আড়ালে ঘুরে ফেরে, নিষিদ্ধ পাতায়

তারপর দৌড়ে যায় একাকীত্বের জায়গায়

নিজেই নিজেকে উজাড় করে, নিজস্ত হস্তমৈথুনে।



অথচ উনি প্রচন্ড রকম নারীবাদী

কিন্তু কাজের মেয়েটা কোনমতেই একাকী সামনে আসেনা

কারণ সুযোগ পেলেই তার বুকে হাত পড়ে সাহেবের।

ঘরোয়া শিক্ষক সুযোগ পেলেই ফিজিক্স কেমিস্ট্রির প্রাকটিকেল পড়াতে চান।

বাসে বা মার্কেট প্লেসেও রেহাই নেই, সুবোধবেশী নারীবাদি সাহেবের হাত থেকে।

প্রচন্ড নারী বাদী উনি।

তাই অফিসের স্টেনোমেয়েটাকে মাঝে মধ্যে ডেকে নেন কামরায়।

সারাদিন পথে -ঘাটে, অফিসে -বাসায়

নারীত্বের চরম অবহেলা, অপমান সারার পর

স্ট্যাটাস আসে

ধর্ষক ও ইভটিজারের শাস্তি চাই।

আবারো বলছি--

প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪০

তোমোদাচি বলেছেন: প্রতিটা মানুষের মধ্যে ভাল খারাপ দুটি সত্ত্বার বসবাস থাকবে এটাই স্বাভাবিক!

তবে মানুষের মনুষ্যত্ব বিচার হবে আপনি আপনার কোন বিষয়টিকে কতটুকু প্রকাশ করছেন তার উপর!!

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৬

জিয়া চৌধুরী বলেছেন: মানুষ যখনই সুযোগ পায় তখনই তার মুখোশ উম্মোচন করে ফেলে। অথচ উপরে উপরে তার কত সম্মান।

২| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৭

আহলান বলেছেন: লোভ থাকাটা দোষর কিছু নয়, রিপুর তাড়না জন্মগত উপহার। কিন্তু এ্সই রীপুকে নিয়ন্ত্রন করাই মানুষের কাজ। ডায়বেটিস রোগী যেমন মিষ্টি দেখেও লোভ সামলায়, ঈমানদার মানুষ তেমন খোলা নারী দেখেও আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৭

জিয়া চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন

৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:০৩

পথহারা সৈকত বলেছেন:
প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা। অবশ্য কিছু কিছু পুরুষের ভিতর নারীলোভী হায়না থাকে না কারন তারা হিজড়া......... :D :D

প্রতিটি নারীর ভিতর কি থাকে........? X(( X(( X((

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

জিয়া চৌধুরী বলেছেন: প্রতিটি নারীর ভিতর থাকে মাতা, ভগ্নী, কন্যা, সহধর্মীনি কিংবা প্রেমিকা।

নারী মাত্রই দুর্বল। পুরুষের উপর নির্ভরশীল। নারী মাত্রই পুরুষের মধ্যে নির্ভরতা খুজে। নারী মাত্রই পুরুষকে ছলনায় কিংবা মমতার বাধনে বাঁধতে চায়। নারী মাত্রই আশ্রয় খুজে ফেরে। আর পুরুষ সুযোগ নেয়। সুযোগের সন্ধানে থাকে হায়েনার মত। টোপ ফেলে। আর সুযোগ পেলেই খপ করে ধরে।

৪| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯

নির্বাসিত আমি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

৫| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩

রূপসা ০০৭ বলেছেন: প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা।
কথাটা ঠিক না। পুরুষের প্রতি নারীর আর নারীর প্রতি পুরুষের যে কামনা বাসনা এটা তো আল্লাহ্‌ প্রদত্ত। যাদের এটা নেই তাদের জিজ্ঞাস করে দেখবেন এটা কত বড় জালা(যখন আল্লাহ্‌ তাদের এটা দেন না) আমি জানি না আপনি কাকে দেখে এটা মন্তব্য করেছেন? তবে যেই হোক না কেন এটা তার সমস্যা। পুরো পুরুষ জাতির নয়।
আপনাকে মনে করিয়ে দিতে চাই হিটলার অনেক ইহুদী হত্যা করেছিলেন এর জন্য হিটলার দায়ী খ্রিস্টান জাতি নয়।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮

জিয়া চৌধুরী বলেছেন: কথাটা শতভাগ সঠিক।

বিশ্বাস না হয় তো আপনার আশেপাশের সবচেয়ে ভালমানুষ পুরুষটিকে টার্গেট করুন তারপর তাকে পরীক্ষা করে দেখুন।

৬| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

চারশবিশ বলেছেন: আমি কিন্তু ইভ টিজার না অত্যন্ত ভাল ছেলে

৭| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: আপনারা তো দুধে ধোয়া। সবাইরে এক পাল্লায় মাপাটা একটা মানসিক রোগ।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

জিয়া চৌধুরী বলেছেন: আপনারা মানে? আমাকে মেয়ে মনে করেছেন নাকি?

৮| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৯

সোহাগ সকাল বলেছেন: নিজে ভালো সব ভালো।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

জিয়া চৌধুরী বলেছেন: চিরন্তন বানী।

৯| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১০

মাক্স বলেছেন: ++++++

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

তাসজিদ বলেছেন: না, আপনার কথা ভুল।

হা প্রতিটি পুরুষ নারীকে কাছে চাইতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে সুযোগ পেলেই তার উপর জাপিয়ে পরবে।

নারী কে ভাল লাগা আর নারিলোভি এক নয়।

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২২

জিয়া চৌধুরী বলেছেন: নারীকে ভাললাগাটা হচ্ছে মুখোশ, আর লোভ হচ্ছে বাস্তবতা। ধর্ষনের ঘটনা হাজারে একটা মিডিয়ার সামনে আসেনা। অগোচরে থেকে যায়।

১১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

সায়েম মুন বলেছেন:
রিপুকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ ভাল মানুষ হবে। নয়ত সে সুযোগের অপেক্ষায় থাকবে। অনিষ্ট করতে চাইবে। করবে। আপনি সোজাসাপ্টা বলে দিলেন প্রতিটি পুরুষ মানুষের কথা। এটা কোন বিচারে বললেন জানি না। প্রকৃতিগতভাবে বেশীরভাগ পুরুষ প্রজাতির প্রাণীর শক্তি সামর্থ্য বেশী। তাই তারা অন্যায় করতে নিজের শক্তি প্রয়োগ করে থাকে। মানুষের ক্ষেত্রেও এটা কিছুটা বেশী হতে পারে। তাই বলে সব পুরুষের কথা বলে দিলেন! এমনকি কোন কোন ক্ষেত্রে নারীরাও এই অন্যায়ে শামিল হতে পারে!

পোস্ট ভাল লাগেনি। এমনকি ৩ নং কমেন্টের এই উত্তরটাও নয়---

লেখক বলেছেন: প্রতিটি নারীর ভিতর থাকে মাতা, ভগ্নী, কন্যা, সহধর্মীনি কিংবা প্রেমিকা।

নারী মাত্রই দুর্বল। পুরুষের উপর নির্ভরশীল। নারী মাত্রই পুরুষের মধ্যে নির্ভরতা খুজে। নারী মাত্রই পুরুষকে ছলনায় কিংবা মমতার বাধনে বাঁধতে চায়। নারী মাত্রই আশ্রয় খুজে ফেরে। আর পুরুষ সুযোগ নেয়। সুযোগের সন্ধানে থাকে হায়েনার মত। টোপ ফেলে। আর সুযোগ পেলেই খপ করে ধরে।

২২ শে জুন, ২০১৩ রাত ১:১৩

জিয়া চৌধুরী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

১২| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৮

দুরন্ত-পথিক বলেছেন: এই জন্য অনেকেই বলে সব ছেলেরা না কি একই রকম

১৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৪৬

নিয়েল হিমু বলেছেন: আমি মনে করি এই প্রবৃত্তিটা নিযন্ত্রন করাটাই পুরুষত্ব । সবাই যেটা পারে না বা করে না ।

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

জিয়া চৌধুরী বলেছেন: আপনার সাথে একমত।

১৪| ২২ শে জুন, ২০১৩ রাত ২:০২

তামিম ইবনে আমান বলেছেন: যেকোন সুস্থ্য মানুষের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন থাকবেই।

সবাই সম্পদ পেতে চায়। কিন্ত যে সম্পদ পাওয়ার জন্য অনৈতিক কাজ করে তাকে লোভী বলতে পারি। যে শুধু পেতে চায় কিন্ত অনৈতিক ভাবে না, তাকে কিভাবে লোভী বলবো?

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

জিয়া চৌধুরী বলেছেন: নিজের পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে বললাম। যা দেখছি বা দেখেছি তাই তুলে ধরেছি। ভাল মন্দ বিচার আপনাদের হাতে।

সব পুরুষ নারী লোভী তা আবারও বলছি। তবে অনেকেই লোভটাকে নিয়ন্ত্রণে রাখে। অনেকটা পাইনা তাই খাইনা টাইপের।

১৫| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আজ অফিস যেতে যেতে আমার 'রচনার শিল্পগুণ' নিয়ে মাথায় খেয়াল আসলো। 'রচনার শিল্পগুণ' নিয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম, কার লেখা এই মুহুর্তে মনে পড়ছে না। সে কথা থাক, আমার মনে হচ্ছিল, রচনার শিল্পগুণ হলো, রসগোল্লার মতো।

কি অদ্ভুত লাগছে? রসগোল্লা তো খেয়েছেন? এখন বলেন, কোন দোকানের রসগোল্লা বেশি মজা লেগেছে? বনফুল না কাটাবন? সালাম ডেয়রী না প্রিমিয়াম? আচ্ছা ধরে নিচ্ছি এরা বেশ ভালো মানের রসগোল্লা বানায়। স্থানীয় আজিজিয়া বা বিক্রমপুর বা নামী দামী নয় এমন কোন দোকানের রসগোল্লা খেয়েছেন? যেগুলোতে দানা বা বিচি পাওয়া যায়? মানে ভেতরে শক্ত থাকে। মনে হয় এই বিচি বুনলে রসগোল্লার গাছ হবে। এই সব রসগোল্লাতে আসলে ছানা নয় থাকে আটা কি ময়দা। তাই এগুলো খেতেও তেমন মজা নয়।

অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনার এই কবিতাটা বিচি ওয়ালা রসগোল্লার মতো লাগলো।

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

জিয়া চৌধুরী বলেছেন: বিশ্লেষন সুন্দর হয়েছে। ধন্যবাদ।

১৬| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২

মিজান আফতাব বলেছেন: তোমোদাচি বলেছেন: প্রতিটা মানুষের মধ্যে ভাল খারাপ দুটি সত্ত্বার বসবাস থাকবে এটাই স্বাভাবিক!

তবে মানুষের মনুষ্যত্ব বিচার হবে আপনি আপনার কোন বিষয়টিকে কতটুকু প্রকাশ করছেন তার উপর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.